ভারতীয় ক্রিকেট দল আগামী মাসের ২০ তারিখ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে চলেছে। তিন মহারথী বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর ইংল্যান্ডে গিয়ে ভারতীয় দল কেমন পারফরমেন্স করে সেদিকে নজর থাকবে সকলেরই। শুভমন গিলকে এই সিরিজের জন্য অধিনায়ক বেছে নিয়েছে ভারতীয় বোর্ড, নির্বাচক, কোচ। সহ অধিনায়ক হিসেবে দলে রয়েছেন ঋষভ পন্ত। তবে বাস্তব ক্ষেত্রে গিল বা পন্ত কেউই রোহিত বা বিরাটের যে পোর্টফোলিও তা ম্যাচ করেন না। অর্থাৎ ২০১৪ নাগাদ বিরাট কোহলি যখন অধিনায়ক হয়েছিলেন, তখন তাঁর পারফরমেন্স যা ছিল। বা কয়েক বছর আগে রোহিত শর্মা যখন অধিনায়ক হয়েছিলেন, তখন বিশ্বক্রিকেটে তিনি যে জায়গায় ছিলেন, পন্ত বা গিল বর্তমানে সেই জায়গায় নেই।
শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন গম্ভীর
ভারতীয় দলে কামব্য়াক হয়েছে শার্দুল ঠাকুর এবং করুণ নায়ারের। এছাড়াও সাই সুদর্শন, আর্শদীপ সিংকেও প্রথমবার দলে ডাকা হয়েছে। তবে একজন ক্রিকেটারের দলে সুযোগ না পাওয়া নিয়ে অনেক কথা উঠছে, তিনি শ্রেয়স আইয়ার। তিনি গত মরশুম থেকে টানা সাফল্য পেয়েই চলেছেন। সাদা বলের ক্রিকেটে আইপিএল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বর্তমানে নতুন দলকে নিয়েও আইপিএলের ফাইনালে উঠেছেন শ্রেয়স। তবে টেস্ট দলে তাঁকে না নেওয়া প্রসঙ্গে অজিত আগরকর কদিন আগেই বলেছিলেন, ‘শ্রেয়সের একদিনের সিরিজটা ভালো গেছে। ঘরোয়া ক্রিকেটেও ও ভালো খেলছে। তবে এই মূূহূর্তে ওর টেস্ট দলে কোনও জায়গা নেই ’। এবার এই নিয়েই মুখ খুললেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। শ্রেয়সের টেস্ট দলে সুযোগ না পাওয়া নিয়ে গৌতম গম্ভীর বলছেন, ‘আমি তো নির্বাচক নই ’।
আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে সেনাকে সম্মান
এদিকে বিসিসিআইয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাকে কুর্নিশ জানানো হবে এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সেই নিয়েও ভারতীয় দলের হেড কোচ বলেন, ‘এমনিতে অনেক কিছু নিয়েই বিসিসিআইয়ের সমালোচনা করা হয়, তবে এই উদ্যোগটা অসাধারণ। বিসিসিআই যেভাবে বোঝাতে চেয়েছে যে গোটা দেশ এবং তার মানুষ একসঙ্গে রয়েছে, সেটা অসাধারণ। ভারতীয় সেনাকে এভাবে সম্মান জানানোর সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। আর ভারতীয় সেনা নিঃস্বার্থভাবে আমাদের এবং আমাদের দেশকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে, তাই ওদেরকেও ধন্যবাদ। আর বিসিসিআই এমন উদ্যোগ নেওয়ায় আমি সাধুবাদ জানাচ্ছি ’।