রোহিত শর্মা এবং বিরাট কোহলি চলতি মাসের শুরুতেই পরপর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণার আগেই দুই তারকা জানিয়ে দেন, তাঁরা আর দীর্ঘ ফরম্যাটে খেলবেন না। অথচ তাঁরা দুজনেই কিন্তু সম্প্রতি নিজেদের ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন, যে ইংল্যান্ডে গিয়ে ভালো পারফরমেন্স করতে মুখিয়ে রয়েছেন। কিন্তু তাঁদেরই হঠাৎকরে অবসর নেওয়ায় অনেকর মধ্যেই ধারণা হয়েছে, তাহলে হয়ত বিরাটদেরকে চাপ দেওয়া হয়েছে দীর্ঘ ফরম্যাটকে বিদায় জানানো। এদিকে গতবছর জুন মাসে টি২০ বিশ্বকাপ জয়ের পর বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা টি২০ থেকেও অবসর নিয়ে নেন। ফলে এখন রোহিত আর বিরাটের হাতে বাকি থাকল স্রেফ ওডিআই ফরম্যাট।
বিরাট-রোহিতকে নিয়ে আশঙ্কা কুম্বলের
এমনিতেই এখন টি২০-র যুগ। ফলে টি২০ সিরিজের দাপটে আগের মতো পাঁচ বা সাত ম্যাচের দীর্ঘ ওডিআই সিরিজ এখন আর দেখা যায় না। ফলে বিরাট বা রোহিতের পক্ষে শুধু ওডিআই ক্রিকেট খেলার সিদ্ধান্তটা যে খুব একটা স্বাস্থ্যকর নয়, সেটাই মনে করেন তাঁদের প্রাক্তন কোচ অনিল কুম্বলে। তিনি বলছেন, ‘ ওরা দুজনেই দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু তাদের যেটা এখন করতে হবে, তা করা সহজ হবে না। শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেট খেলা, সেটাও আবার পাঁচ মাসের জন্য। কাজটা সহজ হবে না, সে আপনি যেই হোন না কেন, কিংবা যত চমকপ্রদ কেরিয়ার থাকুক না কেন"।
ওডিআই খেলা অত সহজ কাজ নয়- বললেন কুম্বলে
চলতি বছরের আগস্টে বাংলাদেশে, অক্টোবরে অস্ট্রেলিয়ায় এবং ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের দেশের মাটিতে তিনটি করে ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ভারত। যেহেতু সামনে টি২০ বিশ্বকাপ রয়েছে, তাই টিম ইন্ডিয়ার ফোকাস থাকবে ক্রিকেটের ক্ষুদ্ধ সংস্করণেই। কুম্বলে আরও বলেন, “বিরাট, রোহিতরা নিশ্চয় ২০২৭ সালের বিশ্বকাপ খেলতে চাইবে। আমরা দেখেছি অস্ট্রেলিয়া ২০২৩ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েছে। তবে কাজটা কঠিন হবে। কারণ এখানে স্রেফ ওয়ান ডে ফরম্যাটেই ওরা খেলছে, বাকি ফরম্যাটে না খেলেও খেলার মধ্যে থাকা বা ছন্দ ধরে রাখাটা খুব কঠিন কাজ''।
বিরাট রোহিতের অনুপস্থিতিতে শুভমন গিল যোগ্য অধিনায়ক?
বিরাট কোহলি এবং রোহিত শর্মার টেস্ট অবসরের ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন শুভমন গিল, যার বিদেশের মাটিতে ট্র্যাক রেকর্ড অত্যন্ত বাজে। বিশেষ করে এশিয়ার বাইরে। যদিও তাঁকে নিয়ে আশা দেখছেন ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক কুম্বলে। তিনি বলছেন, ‘ভারতীয় দলের ক্যাপ্টেন্সি করা, আইপিএলের ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন্সি থেকে অনেক আলাদা। জাতীয় দলের অধিনাকত্বের একটা দায়িত্ব এবং চাপ থাকে। তবে আমি নিশ্চিত যে শুভমন এটা পারবে। তবে এটা ঠিক, যে এতদিন আমরা রোহিত, কোহলি, অশ্বিনদের দেখার পর তাঁদের মিস করব। তবে ড্রেসিংরুম বিষয়টির সঙ্গে মানিয়ে নেবে। শুভমন চাইবে নির্বাচকদের ভরসার দাম দিয়ে নিজের ছাপ রাখতে ’।