ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে ঋষভ পন্তকে নিয়ে সরাসরি কড়া সতর্কবার্তা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার ফারুখ ইঞ্জিনিয়ার। পন্ত বরাবরই তার অনিয়মিত ব্যাটিং স্টাইলের জন্য পরিচিত এবং প্রথম তিনটি ম্যাচে তিনি বেশ কিছু ঝুঁকিপূর্ণ শট খেলেন। যার মধ্যে কয়েকটা তো দারুণ ফলও দেয়। তবে ফারুখের মতে, এই ধরণের শট আইপিএলের জন্য তোলা উচিত এবং যেহেতু পন্ত ভারতীয় দলের টপ ৪-এ ব্যাট করেন, তাই তার আরও সংযত হওয়া উচিত এবং ইনিংস গঠন করে বড় রান করার দিকে নজর দেওয়া জরুরি।
ফারুখ ইঞ্জিনিয়ার RevSportz-কে এক সাক্ষাৎকারে বলেন, ‘অবশ্যই। আইপিএলের জন্য ওই শটগুলো রেখে দাও। টেস্ট ক্রিকেটে শৃঙ্খলা দরকার। তিন বা চার নম্বর ব্যাটসম্যানদের কাছ থেকে আপনি প্রত্যাশা করেন সঠিক ক্রিকেট খেলা, বড় ইনিংস গড়া, আর দলকে এগিয়ে নিয়ে যাওয়া।’
তিনি আরও বলেন, ‘তার আত্মবিশ্বাস আছে এবং অনেক সময় এসব শট থেকে সে পার পেয়ে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে—যেমন লাঞ্চের ঠিক আগে বা দিনের শেষ দিকে—তাকে আরও দায়িত্বশীল হতে হবে। তবে ওর প্রতিভা অসাধারণ। ও নিজের মতো শট তৈরি করে, আর ভালো যে এখন হেলমেট আছে। আমাদের সময় এসব করলে দাঁতই থাকত না মুখে।’
তৃতীয় টেস্টের বেশিরভাগ সময় পন্ত উইকেটকিপিং করেননি কারণ তিনি আঙুলে চোট পেয়েছিলেন। তবে ইঞ্জিনিয়ারের মতে, ব্যাটসম্যান হিসেবেও পন্ত দলে জায়গা পেতে পারেন।
ফারুখ ইঞ্জিনিয়ার আরও বলেন, ‘ও যত রান করেছে, তাতে ও ব্যাটসম্যান হিসেবেও দলে খেলার যোগ্য। কিন্তু পন্ত আসলে ভবিষ্যদ্বাণি করা যায় না – মাথায় যা আসে তাই করে। ওকে ওর শট নির্বাচন নিয়ে ঠাট্টা করেছিলাম, ও হাসতে হাসতেই বলল, ‘মনে যা আসে সেটাই করি’। ও টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছে, যা দারুণ কৃতিত্ব। তাই হ্যাঁ, ও নিছক ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারে, বিশেষ করে ইংল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে – যেখানে এখন জফরা আর্চার ও অ্যাটকিনসনও রয়েছে।’