শুভব্রত মুখার্জি:- ক্রিকেট বিশ্বে বিশেষ করে টি-২০ ফর্ম্যাটে অন্যতম কিংবদন্তি ক্রিকেটার বলা যায় ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্রাভোকে। আন্তর্জাতিক স্তরে যেমন সাফল্য রয়েছে তাঁর তেমন সাফল্য তিনি পেয়েছেন সারা বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগেও। ওয়েস্ট ইন্ডিজের হয়ে যেমন জিতেছেন টি-২০ বিশ্বকাপের ট্রফি তেমন আইপিএলেও হয়েছেন একাধিকবার চ্যাম্পিয়ন। কখনও ক্রিকেটার হিসেবে আবার কখনও কোচ হিসেবে পেয়েছেন সাফল্য।আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। আইপিএল থেকেও ক্রিকেটার হিসেবে নিয়েছেন অবসর। এবার তিনি অবসর ঘোষণা করে দিলেন সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ থেকেও। আসন্ন সিপিএল মরশুম শেষেই তিনি অবসর নেবেন একথা শনিবারেই নিশ্চিত করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন--‘জীবনের সব থেকে খারাপ টেনিস খেলেছি’, ইউএস ওপেন থেকে বিদায়ের পর আক্ষেপ জকোভিচের…
ঘটনাচক্রে টি-২০ ফর্ম্যাটে সর্বাধিক উইকেট শিকারি ডোয়েন ব্রাভো। তাঁর ঝুলিতে ছিল অনবদ্য স্লোয়ার ডেলিভারি। যার একাধিক বৈচিত্র্য রয়েছে। কখনও তিনি দিতেন স্লোয়ার বাউন্সার।আবার কখনও করতেন স্লোয়ার ইয়র্কার। প্রসঙ্গত গত টি-২০ বিশ্বকাপে তিনি আফগানিস্তানের বোলিং পরামর্শদাতার ভূমিকাও পালন করেন। আফগানিস্তান তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোন আইসিসি ইভেন্টের সেমিফাইনালেও উঠেছিল এইবার। যদিও টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল তারা। অন্যদিকে ২০২৩ মরশুমে আইপিএলে চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকের বোলিং পরামর্শদাতা ছিলেন ব্রাভো। সেবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে দল।
আরও পড়ুন-প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে এল পঞ্চম পদক! শ্যুটিংয়ে চতুর্থ পদক…ব্রোঞ্জ জিতলেন রুবিনা
ব্রাভো এদিন তাঁর ইন্সটাগ্রাম থেকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টেই তিনি তাঁর অবসর গ্রহণের কথা জানিয়েছেন। ২০২৩ সালের আইপিএল শুরুর আগেই অবসর নিয়েছিলেন তিনি। আর এবার ২০২৪ সিপিএলে খেলে অবসর নেবেন তিনি। অন্যদিকে আরব আমিরশাহিতে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের পরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ২০২৪ সিপিএলে ব্রাভো খেলবেন ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। রবিবার তারা প্রথম ম্যাচে খেলবে সেন্ট কিটস এবং নেভিসের বিরুদ্ধে। টি-২০ ফর্ম্যাটে ব্রাভো এখন পর্যন্ত খেলেছেন ৫৭৮ টি ম্যাচ।নিয়েছেন ৬৩০ টি উইকেট। করেছেন ৬৯৭০ রান।
আরও পড়ুন-টাইব্রেকারে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড