শুভব্রত মুখার্জি:- ক্রিকেট বিশ্বের সর্বত্র এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর দাপাদাপি অব্যাহত। প্রায় সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশেই এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি লিগের আসর বসছে। সেখানে ক্রিকেটারদের জন্য রয়েছে টাকার ছড়াছড়ি। অনেকে আবার সেই টাকার হাতছানি এড়াতে ব্যর্থ। নিজের দেশের বদলে অনেকেই এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাকে প্রাধান্য দিচ্ছেন। তবে এবার এমন এক ঘটনাকে সামনে এনেছেন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রাম তা রীতিমতো তাজ্জব করে দেওয়ার মতো! তাঁর দাবি দক্ষিণ আফ্রিকার তারকা বাঁহাতি ব্যাটার ডেভিড মিলার নাকি বাংলাদেশ প্রিমিয়র লিগে খেলতে গিয়ে তাঁর বিয়েই স্থগিত করে দিয়েছিলেন! বিপিএলে ৩ ম্যাচ খেলার জন্য তাঁকে নাকি অফার করা হয়েছিল ১,৫০,০০০ মার্কিন ডলার!
সদ্য শেষ হওয়া বিপিএলে তিনটি ম্যাচ খেলেছিলেন ডেভিড মিলার। সবকটি ম্যাচ তিনি খেলেছিলেন প্লে অফ-পর্যায়ে। এই বছর তিনি ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন। নিজেদের ক্রিকেট ইতিহাসে বরিশাল ফরচুন এবারেই প্রথমবার বিপিএলের খেতাব জিতেছে। এই তিন ম্যাচে খেলতেই নাকি ডেভিড মিলারকে ফ্র্যাঞ্চাইজির তরফে দেওয়া হয়েছে ১,৫০,০০০ মার্কিন ডলার। ঘটনাচক্রে মিলার তাঁর দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসকে বিয়ে করেছেন। এই বিয়ে সেরেছেন ১০ মার্চ।
পাকিস্তানের 'এ টিভি'র জনপ্রিয় টিভি শো 'দ্য প্যাভিলিয়ন'। সেই অনুষ্ঠানেই এই তথ্য দিয়েছেন ওয়াসিম আক্রম। তিনি জানিয়েছেন, 'আজকেই আমি একটা তথ্য জানতে পেরেছি। কারণ আজকেই আমাদের আলোচনা হচ্ছিল যে বিপিএল কে জিতেছে সেই বিষয়টি নিয়ে। কারণ এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগ চলছে। ফলে আমাদের সেইভাবে বিপিএল দেখা হচ্ছে না। তো আমি জানতে পেরেছি যে ডেভিড মিলারকে নাকি তিন ম্যাচ খেলার জন্য ১,৫০,০০০ মার্কিন ডলার দেওয়া হয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজির তরফে! আর সেই কারণেই নাকি সে তাঁর বিয়ে স্থগিত করে খেলতে এসেছিল!'
পিএসএলে পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের ম্যাচের পরে এক আলোচনায় এই তথ্য জানিয়েছেন। বিপিএলে মিলার যে তিনটি ম্যাচ খেলেছেন তাতে তিনি করেছেন মাত্র ৪৭ রান। আউট হয়েছেন মাত্র একবার। তাঁর দল ও শেষ পর্যন্ত জিতেছে বিপিএলের খেতাব।