সচরাচর কোনও আইসিসি ইভেন্টের শেষে টুর্নামেন্টের সেরা একাদশ বাছতে বসলে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফর্ম্যান্স প্রাধান্য পায়। টুর্নামেন্টের সেরা দলে সব থেকে বেশি রান করা ও সর্বাধিক উইকেট নেওয়া খেলোয়াড়দের ভিড় চোখে পড়ে। তবে মাইকেল ক্লার্ক সেই পথে হাঁটতে রাজি নন। তাঁর মতে, টুর্নামেন্টের সেরা দল বাছতে হলে দলের পারফর্ম্যান্সে কোনও ক্রিকেটারের প্রভাবের কথাও বিবেচনা করা দরকার।
শুধুমাত্র সেই কারণেই আইসিসির বেছে নেওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশের সঙ্গে একমত হতে পারলেন না ক্লার্ক। আইসিসির নির্বাচিত টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা হয়নি ভারত অধিনায়ক রোহিত শর্মার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তাদের বেছে নেওয়া দলের ক্যাপ্টেন নির্বাচিত করে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে। আইসিসির বেছে নেওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশের ওপেনার হলেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।
আরও পড়ুন:- India's Alternate Playing XI: ভারতের এই বি-টিমও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠত, ১১ জনের নাম লিখে দিলেন ভন, অধিনায়ক কে?
তবে ক্লার্ক স্পষ্ট জানালেন যে, তিনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ বেছে নেন, তবে তাঁর দলের ক্যাপ্টেন হবেন রোহিত শর্মা এবং সঙ্গত কারণেই হিটম্যান ওপেনার হিসেবে থাকবেন টুর্মামেন্টের সেরা দলে। Beyond23 ক্রিকেট পডকাস্টে প্রাক্তন অজি দলনায়ক বলেন, ‘আমাকে যদি টুর্নামেন্টের সেরা একাদশ বাছতে বলা হয়, তবে ২টি আলাদা দল গড়তে হবে। কেননা পাকিস্তানের জন্য আমার সেরা একাদশ একরকম হবে আর দুবাইয়ের জন্য আলাদা হবে।’
আরও পড়ুন:- Champions Trophy 2025: পুরস্কার বিতরণী মঞ্চে আয়োজক পাকিস্তানের কেউ নেই কেন? সাফাই দিল ICC, তাতেও বিতর্ক থামবে কি?
পরিসংখ্যান শেষ কথা নয়
ক্লার্ক পরক্ষণেই বলেন, ‘কোন হিসাবে সেরা একাদশ বেছে নেওয়া হবে, সেটা বিবেচ্য বিষয়। লোকে সেরা একাদশ বাছে ক্রিকেটারদের পরিসংখ্যান দেখে। যে বেশি রান করেছে, যারা বেশি উইকেট পেয়েছে, তাদেরকে নিয়েই দল গড়া হয়। তবে আমি বিষয়টাকে সেভাবে দেখি না। আমার কাছে বিষয়টা সহজ। ভারত চ্যাম্পিয়ন হয়েছে। আমি জানি রোহিত শর্মা কেমন খেলোয়াড়। সুতরাং ওই আমার ক্যাপ্টেন এবং ওপেনার হিসেবে থাকবে। লিডিং রান স্কোরার নয় বলেই লোকে সেরা একাদশ বাছতে বসে দলে রাখবে না ওকে। তবে রোহিত দলকে অসাধারণ নেতৃত্ব দিয়েছে। বিশেষ করে স্পিনারদের দারুণভাবে ব্যবহার করেছে এবং দলকে চ্যাম্পিয়ন করিয়েছে।’
আরও পড়ুন:- চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ICC Ranking অনুযায়ী বিশ্বের সেরা ১০টি ওয়ান ডে দল কারা?