
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
লেট করে বেজায় চাপে পড়লেন কেএল রাহুল। তাঁকে ফেলে রেখেই টিম বাস রওয়া হল হোটেলের উদ্দেশ্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারত ইতিমধ্যে দুবাই পৌঁছে গিয়েছে। আর দুবাইয়ে গিয়েই কেলেঙ্কারি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, রাহুল বিমানবন্দরে অবতরণের পরে আর টিমের সঙ্গে হোটেলে যেতে পারেননি। তিনি আলাদা একটি গাড়িতে হোটেলে পৌঁছেছিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ ফেব্রুয়ারি শনিবার ভারত থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছিল টিম ইন্ডিয়া। দুবাইয়ে পৌঁছানোর পর দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাইতে টিম ইন্ডিয়ার আগমনকে কেন্দ্র করে ক্রিকেট ভক্তরা উল্লসিত ছিলেন। প্রধান কোচ গৌতম গম্ভীর বাইরে এলে উচ্ছ্বাসের পারদ চড়ে। সেই পারদ চড়তে থাকে যখন একে একে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং হার্দিক পান্ডিয়া বেরোতে থাকেন। তাঁরা টিম বাসে ওঠার সময়ে ভক্তদের হাত দেখান।
আরও পড়ুন: এটা সত্যিই কঠিন… রান-আউট বিতর্ক নিয়ে MI কোচ মুখ খুলতেই আগুনে ঘৃতাহুতি
এর পর অধিনায়ক রোহিত শর্মা বের হলে উন্মাদনায় ফেটে পড়ে বিমানবন্দর চত্বর। এদিকে দলের সব প্লেয়ার বের হলেও, দেখা মেলেনি কেএল রাহুলের। রোহিতকে টিম বাসে অপেক্ষা করতেও দেখা যায়। পাশাপাশি হিটম্যান একজন সাপোর্ট স্টাফ সদস্যের সঙ্গেও কথা বলছিলেন। তবে শেষ পর্যন্ত রাহুলকে ছাড়াই হোটেলের উদ্দেশ্যে রওনা হয় টিম বাস। পরে জানা যায় যে, রাহুল প্রায় ২০ মিনিট পরেবিমানবন্দর থেকে বেরিয়ে এসে একটি পৃথক গাড়িতে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। কী কারণে রাহুলের লেট হয়েছে, সেটা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: দরজায় কড়া নাড়ছে Champions Trophy, এই টুর্নামেন্টের ইতিহাসটা জানা আছে? কী কী রেকর্ড রয়েছে জানেন?
ঋষভ পন্ত নন। কেএল রাহুলকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পছন্দের উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে। আমেদাবাদে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পরে গৌতম গম্ভীর পরিষ্কার করে বলে দিয়েছেন, দেশের এক নম্বর কিপার এখন লোকেশ রাহুল। পন্ত নন। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে উইকেটের পিছনে কিপিং করতে দেখা গিয়েছিল লোকেশ রাহুলকেই। গৌতম গম্ভীরের দাবি, ‘কেএল আমাদের একনম্বর উইকেট কিপার। এই মুহূর্তে এটাই কেবল বলতে পারি। ঋষভ পন্তের সামনে সুযোগ আসবে। আমরা দু'জন উইকেট কিপার-ব্যাটারকে একসঙ্গে খেলাতে পারব না।’
আরও পড়ুন: টেস্ট দল থেকে ঘাড় ধাক্কা খেতে চলেছেন রোহিত,BCCI-এর ভাবনায় নতুন অধিনায়ক- রিপোর্ট
সাম্প্রতিক বছরগুলিতে কেএল রাহুলের ওডিআই ফর্ম, বিশেষ করে মিডল অর্ডারে ব্যাটিং অসাধারণ। তিনি ৫ নম্বর পজিশনে ৫০-এর বেশি গড় বজায় রেখেছেন এবং ভারতের ২০২৩ বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদিকে ভারত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। এর পর ২৩ ফেব্রুয়ারি তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিগ-পর্বের ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports