
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অ্যাডিলেডে অনুষ্ঠিত ভারত বনাম অস্ট্রেলিয়ার চলতি বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচ অর্থাৎ পিঙ্ক বল টেস্টে একাই ব্যাট হাতে টিম ইন্ডিয়াকে শেষ করে দিলেন ট্র্যাভিস হেড | প্রথম ইনিংসে তিনি করলেন ১৪১ বলে ১৪০ রান। যার সুবাদে অস্ট্রেলিয়া ১৫৭ রানের লিড নিয়েছিল। এর ফলে দ্বিতীয় ইনিংসে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ট্র্যাভিস হেডের এই ইনিংসের জন্য দ্বিতীয় টেস্টে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই কারণেই তাঁকে এই ম্যাচের সেরা নির্বাচিত করা হয়েছিল।
প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার পরে ট্র্য়াভিস হেড বলেন, ‘আবার কিছু রান পেয়ে ভালো লাগছে। গত সপ্তাহের পরে ভালোভাবে ফিরে এসেছি। মনে হচ্ছিল আমি ভালো ফর্মে আছি। প্রস্তুতিটা খুব ভালো হয়েছিল। কখনও কিছুই নিশ্চিত নয়, চমৎকার মোমেন্টাম পেয়েছি এবং এখন আমাদের এই গতির সঙ্গে এগিয়ে যেতে হবে। আমার মনে হয়েছিল যে দ্বিতীয় নতুন বলের বিরুদ্ধে একটা ভালো সুযোগ তৈরি করতে পেরেছি। এটা কাজে লাগাতে পেরে ভালো লাগছে।’ নিজের সেঞ্চুরি উদযাপন নিয়ে কথা বলতে গিয়ে ট্র্যাভিস হেড বলেন, ‘এটা মিলারের জন্যই করেছি। তাদের এখানে দেখতে পেয়ে ভালো লাগছিল এবং এটি একটি চমৎকার সপ্তাহ ছিল।’ সাজঘরের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সাজঘরের পরিবেশটাও দারুণ ছিল।’ এর মাধ্যমেই যেন নিন্দুকদের জবাব দিলেন ট্র্যাভিস হেড।
আরও পড়ুন… অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার পেস বোলাররা ইতিহাস গড়লেন
ট্র্যাভিস হেডের কথা বললে তিনি হলেন ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় মাথা ব্যথা। ভারতের জেতা ম্য়াচ বারবার ছিনিয়ে নিয়ে গিয়েছেন ট্র্যাভিস হেড। সে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হোক কিমবা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ছন্দে থাকা টিম ইন্ডিয়াকে বারবার আঘাত করেছেন ট্র্যাভিস হেড। এ বারও সেই ছবিটা দেখা গেল।
আরও পড়ুন… এটা কি ভারত বনাম অস্ট্রেলিয়ার সবচেয়ে ছোট টেস্ট ম্যাচ
অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে স্টিভ স্মিথ যখন ২ রান করে আউট হয়ে য়ান তখন ক্রিজে নেমেছিলেন ট্র্যাভিস হেড। সেই সময়ে অস্ট্রেলিয়া দলের স্কোর বোর্ডে ছিল ৪০.১ ওভারে ১০৩/৩ রান। এরপরে প্রথমে মার্নাস ল্যাবুশানের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান হেড। এরপরে মিচেল মার্শকে নিয়ে অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডকে ২০০ টপকান।
আরও পড়ুন… Global Super League 2024 Final-এ সৌম্য সরকারের ঝড়, রংপুর রাইডার্সকে একাই চ্যাম্পিয়ন করলেন
এর পরে অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে দলের স্কোরকে ২৮২ নিয়ে যান। পরে দলকে ৩০০ টপকান। ট্র্যাভিস হেড যখন আউট হন তখন দলের স্কোর ছিল ৩১০ রান। তবে হেড আউট হয়ে যাওয়ার পরেই ঘুরে দাঁড়ায় ভারত। অস্ট্রেলিয়া দলকে ৩৩৭ রানের মধ্যেই শেষ করে দেয়। ফলে বলা যেতেই পারে যদি ট্র্যাভিস হেড না থাকতেন তাহলে খেলার ফল অন্য হতেই পারত।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports