চলতি রঞ্জি মরশুমে অন্ধ্র ও উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ২টি অ্যাওয়ে ম্যাচ থেকে বাংলা সাকুল্যে ৪ পয়েন্ট সংগ্রহ করে। তবে ঘরের মাঠে ছত্তিশগড়ের বিরুদ্ধে মোটে ১ পয়েন্ট সংগ্রহ করেই সন্তুষ্ট থাকতে হয় মনোজ তিওয়ারিদের। মন্দ আবহাওয়ায় ম্যাচে দু'দলের ১টি করে ইনিংস শেষ করাই সম্ভব হয়নি। অথচ ইডেনে ছত্তিশগড় ম্যাচ থেকে অন্তত ৬ পয়েন্ট তুলে নেওয়ায় নজর ছিল বাংলা শিবিরের।
সেই ধাক্কা সামলে বাংলা অসমের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে। ৪ ম্যাচ থেকে সাকুল্যে ১২ পয়েন্ট সংগ্রহ করা মনোজরা এবার মরশুমের দ্বিতীয় হোম ম্যাচে মাঠে নামছেন শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে। রঞ্জি ট্রফির ইতিহাসে সব থেকে সফল দল মুম্বই ৪ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে এলিট-বি গ্রুপের শীর্ষে রয়েছে। বাংলা অবস্থান করছে লিগ টেবিলের তিন নম্বরে।
সুতরাং, নক-আউটের দৌড়ে টিকে থাকতে হলে ঘরের মাঠে মুম্বইকে হারিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করতে হবে বাংলাকে। কাজটা সহজ নয় মোটেও। বিশেষ করে পৃথ্বী শ-র মতো আগ্রাসী ওপেনার দলে ফেরায় মুম্বইয়ের শক্তি বেড়েছে সন্দেহ নেই। তবে রাহানেদের কাছ থেকে পুরো পয়েন্ট ছিনিয়ে আনতে হলে সবার আগে দরকার চারদিন নির্বিঘ্নে ম্যাচ অনুষ্ঠিত হওয়া। এক্ষেত্রে আশার আলো দেখা যাচ্ছে না মোটেও।
কেননা ম্যাচের আগের দিনও কলকাতার আকাশের মুখ ভার। বৃষ্টি যদি নাও হয়, মন্দ আলো প্রভাব ফেলতে পারে ম্যাচের গতিতে। সেই কারণেই বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারিকে দুশ্চিন্তা প্রকাশ করতে দেখা যায় আবহাওয়া নিয়ে। তিনি বলেন, ‘মুম্বইের মতো শক্তিশালী দলকে যদি হারাতে পারি, তাহলে নিঃসন্দেহে সেটা আমাদের বিস্তর আত্মবিশ্বাস জোগাবে। আমাদের ছেলেরা দারুণ ফর্মে রয়েছে। আশা করি আকাশ পরিষ্কার থাকবে, যাতে করে পুরো ম্যাচ খেলা যায় এবং আমরা ইতিবাচক ফলাফল নিয়ে মাঠ ছাড়তে পারি।’
কোচ লক্ষ্মীরতন শুক্লা মুম্বই ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘দু'টো দারুণ দলের মধ্যে নিঃসন্দেহে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আমরা নিজেদের সেরাটা দেব এবং আশা করি ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতে পারব।'
উল্লেখ্য, একদিকে মুম্বই যেখানে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে, সেখানে ইডেনের এই ম্যাচেও বাংলা দলে পাচ্ছে না প্রথমসারির চার তারকা অভিমন্যু ঈশ্বরন, আকাশ দীপ, মুকেশ কুমার ও শাহবাজ আহমেদকে। ঈশ্বরন ও আকাশ দীপ ভারতীয়-এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত। মুকেশ কুমার রয়েছেন টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডের সঙ্গে। বিজয় হাজারে ট্রফিতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন শাহবাজ আহমেদ।