রঞ্জি ট্রফির চতুর্থ ম্যাচে অসমের মুখোমুখি হয়েছে বাংলা। প্রথম জয়ের খোঁজে রয়েছেন মনোজ তিওয়ারিরা। আর শুক্রবার থেকে শুরু হওয়া ম্যাচে ফের ব্যর্থ হয়েছে বাংলার টপ অর্ডার। ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে ভারত যখন কোণঠাঁসা, তখন দলের হাল ধরেন দুই ‘বুড়ো’ অনুষ্টুপ মজুমদার এবং মনোজ তিওয়ারি। অনুষ্টুপ সেঞ্চুরি হাঁকিয়েছেন। মনোজ করেছেন অর্ধশতরান। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ২৪২ রান।
রঞ্জি ট্রফিতে বাংলা বনাম অসম ম্যাচের প্রথম দিনের খেলার আপডেট:
- প্রথম দিনের খেলা শেষ। এদিন ৭৮ ওভার খেলা হয়েছে। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ২৪২ রান। অনুষ্টুপ ১৯৭ বলে ১২০ করে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংস সাজানো ১৬টি চারে। মনোজ তিওয়ারি ১৮২ বলে ৬৮ রান করেছেন। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার। অসমের মুক্তার হোসেন দুই উইকেট নিয়েছেন। রিয়ান এবং ধরণী নিয়েছেন একটি করে উইকেট।
আরও পড়ুন: IND vs ENG, 1st Test: অশ্বিন এই ম্যাচেই ৫০০ উইকেট পূরণ করুক- আব্দার জাদেজার
- গুয়াহাটিতে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে ১০, ০০০ প্রথম-শ্রেণীর রান পূর্ণ করে ফেললেন মনোজ তিওয়ারি। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির জন্য নিঃসন্দেহে বিশাল কীর্তি। তিনি তার ১৪৫ তম ম্যাচে এই মাইলস্টোন স্পর্শ করলেন। ২৯টি সেঞ্চুরি রয়েছে তাঁর। গড় ৪৮-এরও বেশি।
- অনুষ্টুপকে যোগ্য সঙ্গত করে নিজের হাফসেঞ্চুরি পূরণ করে ফেললেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারিও। ১৩১ বলে ৫০ করে ফেলেন মনোজ। তাঁর এই ইনিংসে রয়েছে ছ'টি চার।
- ১৬১ বলে সেঞ্চুরি করে ফেলল অনুষ্টুপ মজুমদার। তাঁর এই ইনিংসে রয়েছে ১৪টি চার। বাংলার খারাপ সময়ে বারবার ভরসা হয়েছেন অনুষ্টুপ। তাঁর হাত ধরেই বড় অক্সিজেন পেল বাংলা।
- ২০০ করে ফেলল বাংলা। অনুষ্টুপ ছক্কা হাঁকিয়ে বাংলাকে পৌঁছে দিল ২০১ রানে।
- চা-বিরতিতে বাংলার স্কোর ৪ উইকেটে ১৮২ রান। দলের দুই ‘বুড়ো’ এবং অভিজ্ঞ ক্রিকেটারই ভরসা জোগাচ্ছেন। অনুষ্টুপ মজুমদার এবং মনোজ তিওয়ারির কাঁধে ভর করেই কিছুটা অক্সিজেন পেয়েছে ভারত। চা-বিরতির আগে ১৩৬ বলে অপরাজিত ৮৮ করে ফেলেছেন অনুষ্টুপ। মনোজের সংগ্রহ ১০৪ বলে ৪৩ রান।
আরও পড়ুন: ফের ব্যর্থ শুভমন, ২৩ করে ফিরলেন সাজঘরে, সঙ্গে চেতন চৌহান-ফারুক ইঞ্জিনিয়ারদের সঙ্গে লজ্জার তালিকায় নাম তুললেন