ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা গত মে মাসেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। টিম ইন্ডিয়ার তারকা যুগল ইংল্যান্ডে যাননি। ফলে ভারতীয় সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যে কবে আবার তাঁরা মাঠে ফিরবেন। এমনিতে কথা ছিল অগাস্টেই এই দুই তারকা ফের নীল জার্সিতে মাঠে নামবেন। কিন্তু বাংলাদেশ যেহেতু ভারত বিরোধী এক পন্থা গ্রহণ করছে , তাই নিরাপত্তাজনিত কারণে সেদেশে সিরিজ খেলতে যাবে না অগাস্টে। এরপরই শ্রীলঙ্কা বোর্ডের তরফে ভারতীয় বোর্ডের কাছে আবেদন জানানো হয়, যে অগাস্টের ১৭ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফরের সময়টায়, শ্রীলঙ্কায় যায় দুই ফরম্যাটে সিরিজ খেলতে ভারতীয় দল যায়। যদিও বিষয়টি নিয়ে বিসিসিইয়ের তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ গৌতম গম্ভীররা ইংল্যান্ড সিরিজের মাঝে রয়েছেন। টিম ইন্ডিয়ার নির্বাচক অজিত আগরকর এবং চিফ কোচ গৌতম গম্ভীরের সঙ্গে পরামর্শ করার পরই শ্রীলঙ্কার দল পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এখনও বিসিসিআই সরকারিভাবে শ্রীলঙ্কা বোর্ডকে কিছুই জানায়নি। কারণ এশিয়া কাপ নিয়েও একটা জটিলতা রয়েছে। তাই এশিয়া কাপ হলে একরকম সিদ্ধান্ত নেওয়া হবে আর এশিয়া কাপ না হলে আরেকরকম সিদ্ধান্ত নেওয়া হবে। একটার সঙ্গে আরেকটা সিদ্ধান্ত যেহেতু জড়িত, তাই নয়া সিরিজের বিষয়ে কোনও দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে না বিসিসিআই।
রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দুজনেই ভারতীয় দলের হয়ে শেষবার সাদা বলের ক্রিকেটে পঞ্চাশ ওভারের ফরম্যাটে মাঠে নেমেছেন মার্চ মাসে, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দিনে। ফাইনালে হিটম্যান ম্যাচের সেরা হন, সিরিজে বিরাটও রানের মধ্যেই ছিলেন। সেপ্টেম্বরের ১৭ থেকে ২৭ তারিখের মধ্যে এশিয়া কাপ হওয়ার কথা ভারতে, কিন্তু ভারত সরকার আদৌ পাকিস্তানকে এদেশে খেলতে দেবে কিনা সেই নিয়েও একটা জটিলতা থেকেই যাচ্ছে।
বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া বর্তমানে রয়েছেন লন্ডনে। লর্ডস টেস্টের পরই অজিত আগরকর এবং গৌতম গম্ভীরের সঙ্গে শ্রীলঙ্কা সিরিজ এবং এশিয়া কাপ নিয়ে কথা বলবেন তিনি। এরপরই বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।