জমে উঠেছে তেন্ডুলকর অ্যান্ডারসন সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজ আপাত রয়েছে ১-১। প্রথম টেস্ট হেডিংলেতে জিতে ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে শুভমন গিল ব্রিগেড দুর্দান্ত কামব্যাক করেছেন। গিল দ্বিতীয় টেস্টে একাই ৪৩০ রান করেছেন। ২০০৭ সালের পর যদি ইংল্যান্ডের ডেরায় সিরিজ জিততে হয়, তাহলে লর্ডস টেস্ট খুবই গুরুত্বপূর্ণ দলের কাছে।
কারণ লর্ডস টেস্টে পুরো সবুজ পিচ দেখা গেছে, অর্থাৎ ফাস্ট বোলারদের স্বর্গরাজ্য হতে চলেছে এই উইকেট। আর এই পিচে ভারতীয় ব্যাটারদের খেলতে নামার আগেই মুম্বই ইন্ডিয়ান্সের এক তারকা বোলারকে দেখা গেল টিম ইন্ডিয়ার নেটে। সবারই নজরে আসে, শুভমন গিল নেটে ব্যাটিং করলেন দীপক চাহারের বোলিংয়ের বিরুদ্ধে। সম্প্রতি আইপিএলে দীপক চাহার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন, তিনিই লর্ডস টেস্টের আগে নেটে দীর্ঘক্ষণ বোলিং করলেন গিলকে।
আসলে সবুজ উইকেট হওয়ায় যতরকম সম্ভব, ভ্যারিয়েশন বোলিংয়ের বিরুদ্ধে নেটে নিজেকে প্রস্তুত করে নিতে চাইছেন শুভমন গিল। চাহারের বোলিংয়ের ক্ষেত্রেও গিল চাইছিলেন তাই ব্যাটের মিডলেই সব বল খেলতে। জোফ্রা আর্চার ফিরতে চলেছেন, তিনি দ্রুত গতিতে বোলিং করেন। দীপকেরও বলের গতি বেশ দ্রুত, আর তিনি বর্তমানে ইংল্যান্ডে থাকায় তাঁকেই নেট বোলার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
বার্মিংহ্যাম টেস্টের আগেও শুভমন গিলের ডাকে পঞ্জাব কিংসের পেসার হরপ্রীত ব্রার ভারতীয় দলের নেটে যোগ দিয়েছিলেন। সেখানে হরপ্রীতের বোলিংয়ের বিরুদ্ধেও নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছিলেন গিল। এদিন চাহার অবশ্য ভারতীয় দলের কোনও জার্সি বা নেট বোলাররা যে জার্সি ব্যবহার করে থাকে, তা ব্যবহার করেননি। অর্থাৎ তিনি যে একান্তই লর্ডসের কাছাকাছি থাকায় অনুশীলনে ভারতীয় ব্যাটারদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন, সেকথাই বোঝা গেল এদিনের তাঁর নেট বোলিংয়ে।