ব্যর্থ হল মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামের চোয়াল চাপা লড়াই। প্রত্যাশা মতোই মীরপুরে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে একতরফা হার মানে বাংলাদেশ। এক্ষেত্রে প্রথম ইনিংসে চূড়ান্ত ব্যাটিং ভরাডুবির মাশুল দিতে হয় নাজমুল হোসেন শান্তদের। নাহলে বাকি ম্যাচে প্রোটিয়াদের চোখে চোখ রেখে লড়াই চালায় বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম ইনিংস
মীরপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অল-আউট হয়ে যায়। তাদের ইনিংস স্থায়ী হয় ৪০.১ ওভার। ওপেনার মাহমুদুল হাসান জয় দলের হয়ে সব থেকে বেশি ৩০ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নেন কাগিসো রাবাদা, উইয়ান মাল্ডার ও কেশব মহারাজ।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস
পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে তোলে ৩০৮ রান। তাদের ইনিংস স্থায়ী হয় ৮৮.৪ ওভার। কাইল ভেরেইন ১১৪ ও উইয়ান মাল্ডার ৫৪ রান করেন। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে একাই ৫টি উইকেট নেন তাইজুল ইসলাম। হাসান মাহমুদ ৩টি ও মেহেদি হাসান মিরাজ ২টি উইকেট দখল করেন। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ২০২ রানের বিশাল লিড নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংস
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩০৭ রান তোলে। তাদের ইনিংস স্থায়ী হয় ৮৯.৫ ওভার। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন মেহেদি হাসান মিরাজ। তিনি ব্যক্তিগত ৯৭ রানে আউট হয়ে বসেন। ১৯১ বলের লড়াকু ইনিংসে মিরাজ ১০টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া অভিষেককারী জাকের আলি ৫৮ ও মাহমুদুল হাসান জয় ৪০ রানের যোগদান রাখেন। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ৬টি উইকে পকেটে পোরেন। ৩টি উইকেট নেন কেশব মহারাজ। ১টি উইকেট নেন উইয়ান মাল্ডার।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস
জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০৬ রানের। প্রোটিয়ারা শেষ ইনিংসে ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১০৬ রান সংগ্রহ করে নেয়। অর্থাৎ, ৭ উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। টনি ডি'জর্জি ৪১, এডেন মার্করাম ২০ ও ডেভিড বেডিংহ্যাম ১২ রানে আউট হন। ত্রিস্তান স্টাবস ৩০ ও রায়ান রিকেলটন ১ রানে নট-আউট থাকেন। শেষ ইনিংসে বাংলাদেশের হয়ে ৩টি উইকেটই নেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত শতরানের সুবাদে ম্যাচের সেরা হন কাইল ভেরেইন।