
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জিম্বাবোয়ের বিরুদ্ধে আইসিসি মেনস টি-২০ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে বল হাতে বিশ্বরেকর্ড গড়লেন গাম্বিয়ার মুসা জোবার্তে। যদিও এমন বিশ্বরেকর্ড গড়ে তিনি উচ্ছ্বসিত হওয়ার বদলে লজ্জায় মুখ লুকোতে পারেন। কেননা এমন নজির খুশি করবে না কোনও ক্রিকেটারকেই।
আসলে শুধু আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটেই নয়, বরং ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে যে কোনও পর্যায়ের টি-২০ ক্রিকেটের এক ম্যাচে সব থেকে বেশি রান খরচ করার বিশ্বরেকর্ড গড়েন মুসা। বুধবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪ ওভার বল করে তিনি মোট ৯৩ রান খরচ করেন। গাম্বিয়ার এই পেসার চার ওভারের কোটায় মোট ৯টি চার ও ৮টি ছক্কা হজম করেন।
মুসা ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে ৩টি বাউন্ডারি-সহ মোট ১৪ রান খরচ করেন। ইনিংসের চতুর্থ ওভারে পুনরায় বল করতে এসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা-সহ মোট ১৯ রান খরচ করেন। ইনিংসের ১৭তম ওভারে মুসা ৪টি ছক্কা ও ২টি চার-সহ মোচ ৩৫ রান খরচ করেন। সেই ওভারে ১টি নো-বল করেন তিনি। ইনিংসের ২০তম বা শেষ ওভারে বল করতে এসে মুসা ৩টি ছক্কা ও ১টি চার-সহ ২৫ রান উপহার দেন প্রতিপক্ষ দল জিম্বাবোয়েকে।
এতদিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ম্যাচে সব থেকে বেশি রান খরচ করার হতাশাজনক রেকর্ড ছিল শ্রীলঙ্কার কাসুন রজিথার নামে। তিনি ২০১৯ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ওভারে ৭৫ রান খরচ করেন। সুতরাং, রজিথাকে লজ্জা থেকে মুক্তি দিলেন মুসা।
ঘরোয়া টি-২০ ক্রিকেটে এক ম্যাচে সব থেকে বেশি রান খরচের লজ্জাজনক রেকর্ড ছিল ডার্বিশায়ারের ম্যাটি ম্যাককিয়েরনানের। তিনি ২০২২ সালে টনটনে সামারসেটের বিরুদ্ধে চার ওভারে সাকুল্যে ৮২ রান খরচ করেন। বুধবার মুসা ম্যাটির রেকর্ডও ভেঙে দেন।
নাইরোবিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৪৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলগত ইনিংসের বিশ্বরেকর্ড। সিকন্দর রাজা ৪৩ বলে ১৩৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ৭টি চার ও ১৫টি ছক্কা মারেন।
পালটা ব্যাট করতে নেমে গাম্বিয়া ১৪.৪ ওভারে মাত্র ৫৪ রানে অল-আউট হয়ে যায়। ২৯০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে জিম্বাবোয়ে। ম্যাচের সেরা হন সিকন্দর রাজা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports