Pakistan vs Bangladesh Asia Cup 2023 Super Four: হ্যারিস রউফ ও নাসিম শাহর সাঁড়াশি আক্রমণে অসহায় দেখায় বাংলাদেশের ব্যাটারদের। ইমাম-রিজওয়ানের জোড়া হাফ-সেঞ্চুরির সুবাদে বড় জয় তুলে নেয় বাবর আজমের পাকিস্তান।
ব্যর্থ হয় শাকিব আল হাসানের লড়াই। ছবি- এপি।
বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের লড়াই শুরু করে পাকিস্তান। লাহোরে সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচে শাকিব আল হাসানদের বড় ব্যবধানে পরাজিত করেন বাবর আজমরা।
গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলনায়ক শাকিব আল হাসান। যদিও বাংলাদেশের ব্যাটাররা দলনায়কের সিদ্ধান্তকে যথাযথ প্রমাণ করতে পারেননি। শাকিব নিজে অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করে দলের মানরক্ষা করেন। তাঁকে যথাযথ সঙ্গত করেন অভিজ্ঞ মুশিফকুর রহিম।
শাকিব ও মুশফিকুরের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ সম্মানজনক ইনিংস গড়ে তোলে। যদিও তারা ২০০ রানের গণ্ডি টপকাতে পারেনি। ৩৮.৪ ওভারে ১৯৩ রান তুলে বাংলাদেশ অল-আউট হয়ে যায়। শাকিব ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষমেশ ৫৭ বলে ৫৩ রান করে ফহিম আশরাফের বলে ফখর জামানের হাতে ধরা পড়েন বাংলাদেশের ক্যাপ্টেন।
মুশফিকুর রহিম ৪টি বাউন্ডারির সাহায্যে ৭১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৫টি বাউন্ডারির সাহায্যে ৮৭ বলে ৬৪ রান করে মাঠ ছাড়েন। হ্যারিস রউফের বলে মহম্মদ রিজওয়ানের দস্তানায় ধরা পড়েন মুশফিক।
এছাড়া মহম্মদ নইম ২০, লিটন দাস ১৬, তৌহিদ হৃদয় ২, শামিম হোসেন ১৬, আফিফ হোসেন ১২, শরিফুল ইসলাম ১ ও হাসান মাহমুদ অপরাজিত ১ রান করেন। খাতা খুলতে পারেননি মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
পাকিস্তানের হয়ে ৬ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন হ্যারিস রউফ। ৫.৪ ওভারে ৩৪ রান খরচ করে ৩টি উইকেট পকেটে পোরেন নাসিম শাহ। ৭ ওভার বল করে ১টি মেডেন-সহ ৪২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন শাহিন আফ্রিদি। ৭ ওভারে ২৭ রান খরচ করে ১টি উইকেট দখল করেন ফহিম আশরাফ। ৫ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট নেন ইফতিকার আহমেদ। উইকেট পাননি শাদব খান ও আঘা সলমন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৯.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ইমাম উল হক ও মহম্মদ রিজওয়ান। ইমাম ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ৭৮ রান করে মাঠ ছাড়েন। মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হন ইমাম।
রিজওয়ান ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৯ বলে ৬৩ রান করে নট-আউট থাকেন। ফখর জামান ২০, বাবর আজম ১৭ ও আঘা সলমন অপরাজিত ১২ রানের যোগদান রাখেন।