Pakistan vs Bangladesh Asia Cup 2023 Super Four: বৃষ্টির জন্য চলতি এশিয়া কাপে বারবার ম্যাচ থমকাতে দেখা গিয়েছে। এবার বিদ্যুৎ বিভ্রাটে থমকে যায় ম্যাচের গতি।
মুলতানে এশিয়া কাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে স্টেডিয়ামে লোক ভরাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্ধেকের বেশি গ্যালারি খালি ছিল। লাহোরে সুপার ফোরের প্রথম ম্যাচে গদ্দাফির গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল, এমনটা বলা যাবে না। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে দর্শক সমাগম বাড়তে থাকে।
দর্শক সমাগম নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ইতিমধ্যেই নেটিজেনদের বিদ্রুপের মুখে পড়তে হয়েছে। এবার লাহোরে ফের একবার লজ্জার মুখে পড়তে হল পিসিবিকে। এবার গদ্দাফির ফ্লাডলাইট লজ্জায় ফেলে পাক বোর্ডকে।
পাকিস্তান বনাম বাংলাদেশ সুপার ফোরের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৬.৪ ওভার খেলা হওয়ার পরে গদ্দাফির একটি বাতিস্তম্ভের আলো নিভে যায়। ফলে খেলা বন্ধ থাকে সাময়িকভাবে। ক্রিকেটাররা মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যান। খেলা শুরু হয় প্রায় ২০ মিনিট পরে। যদিও পুনরায় খেলা শুরুর পরেও সেই বাতিস্তম্ভ পুরোপুরি কাজ করতে সময় নেয় আরও কিছুক্ষণ।
ম্যাচ চলাকালীন মাঠের আলো নিভে যাওয়া নতুন কোনও ঘটনা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে এমন নজির রয়েছে অনেক। তবে গদ্দাফির পরিকাঠামো যে অত্যাধুনিক নয়, সেটা বোঝা যায় অনেকটা সময় নষ্ট হওয়ায়। বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়ামগুলিতে ফ্লাডলাইট নিভলে পুনরায় তা জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ আলো পাওয়া যায়। গদ্দাফি সেই নিরিখে পিছিয়ে রয়েছে বোঝা যায়।