প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন জানাচ্ছেন, ঠিক কোন কারণ ভারতীয় দল বিশ্বক্রিকেটে অতটাও দাগ কাটতে পারে না। যতটা অস্ট্রেলিয়ানরা পারে। বর্তমান ক্রিকেটে ভারত এবং অস্ট্রেলিয়াই সেরা দল। এদের মধ্যে অস্ট্রেলিয়া যেমন ওডিআই বিশ্বকাপ এবং WTC ফাইনাল চ্যাম্পিয়ন তেমন ভারত T20 বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন। পাশাপাশি WTC এবং ওডিআই বিশ্বকাপেও রানার্স আপ হয়।
আরও পড়ুন-Video- রানআউট করতে গিয়ে মাটিতে খেলেন গড়াগড়ি! ব্যাটে বল লাগল দেখেও করলেন LBWর দাবি! ILT20তে লোক হাসালেন আজম খান
গাব্বা টেস্টের পরই ডিসেম্বরে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি অস্ট্রেলিয়ায় খেলতে গেছিলেন দেশের সঙ্গে, কিন্তু সেখানে একাধিক টেস্টে সুযোগ না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন। এবার অশ্বিনই জানাচ্ছেন, ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতিতেও কিছু ক্ষেত্রে অনেকটা বড় পার্থক্য রয়েছে।
ভারত-অস্ট্রেলিয়ার পার্থক্য বোঝালেন অশ্বিন-
অশ্বিন দাবি করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটে ব্যাটারদের মতো বোলাররাও টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সমর্থন পেয়ে থাকেন। কিন্তু ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে ব্যর্থ হওয়ায় আদৌ আকাশদীপ আর টেস্টে সুযোগ পাবেন কিনা সেই নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন রবি অশ্বিন। এক্ষেত্রে ব্যাটার হলে তাঁকে সুযোগ দেওয়া হত বলেই মত তাঁর।
আরও পড়ুন-Wriddhiman Saha - ইডেনে কেরিয়ারের শেষ ম্যাচে উইকেটকিপিং ঋদ্ধির! নিলেন ২টি ক্যাচ! পঞ্জাব শেষ ১৯১ রানে
আকাশ দীপকে হয়ত আর টেস্টে সুযোগ নয়-
অশ্বিন বলছেন, ‘গোটা বিশ্বটা এরকম। ব্যাটারদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বোলারদের নয়। হয়ত আকাশ দীপকে তুমি দেখবে আর টেস্টে নাও খেলতে, কারণ ও অস্ট্রেলিয়ায় সফল হয়নি। কিন্তু ব্যাটাররা যদি বড় রান না করে তাহলেও তাঁকে সুযোগ দেওয়া হবে। এই কারণেই অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বের এত বড় শক্তি, কিন্তু ভারত নয়’।
আরও পড়ুন-শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান! ইতিহাসে নাম তুললেন জোশ ইংলিস! ১০ বছর আগে আরেক অজি তারকার ছিল এই নজির
বোলিংয়ে জোর দিতে হবে ভারতকে-
রবিচন্দ্রন অশ্বিন আরও বলছেন অস্ট্রেলিয়ানরা জানে বোলাররাই তাঁদের শক্তি। সেই কারণে তাঁদেরকে এতটা সাপোর্ট দেয়। অশ্বিন বলছেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বের এত বড় শক্তি তাঁর কারণ ওরা জানে বোলাররাই ওদের মূল অস্ত্র। ওরা জানে ওদের বোলাররাই টেস্ট ম্যাচ আর প্রতিযোগিতায় ওদের চ্যাম্পিয়ন করেন। যেদিন থেকে আমাদের বোলাররাও সেই সমর্থন পাবে, তাঁরাও আরও ভালো পারফরমেন্স করতে থাকবে ’।
আরও পড়ুন-‘ISLএ এত ভালো ফুটবল হয় জানতাম না, ট্রফি জিততে চাইব…’ বলছেন লালহলুদ তারকা সেলিস
আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫০র বেশি উইকেট-
নিজের টেস্ট কেরিয়ার রবিচন্দ্রন অশ্বিন শেষ করে ৫৩৭ উইকেট নিয়ে। ১০৬টি টেস্ট ম্যাচে তিনি জাতীয় দলের জার্সিতে খেলেছেন। ২০১১ ওডিআই বিশ্বকাপজয়ী দলেরও সদস্য অশ্বিন। ভারতীয় দলের জার্সিতে ১১৬ ম্যাচে ১৫৬ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও জাতীয় দলের জার্সিতে ৬৫টি টি২০ ম্যাচেও খেলেছেন চেন্নাইয়ের এই বোলার। আইপিএলে আগামী মরশুমে তিনি খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে।