প্রায় ১৭ বছরের ক্রিকেট কেরিয়ারে আগে কখনও যে পরিস্থিতির মুখে পড়তে হয়নি অজিঙ্কা রাহানেকে, শুক্রবার অসমের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে তেমনই অভিজ্ঞতা হল মুম্বই দলনায়কের। যদিও শেষমেশ ক্রিকেটের স্পিরিট বড় হয়ে দেখা দেওয়ায় বড়সড় বিতর্ক এড়ানো সম্ভব হয়।
ঘরের মাঠে রঞ্জির এলিট-বি গ্রুপের শেষ ম্যাচে মুম্বই লড়াইয়ে নেমেছে অসমের বিরুদ্ধে। নিজেদের ডেরায় টস-ভাগ্য সঙ্গ দেয় মুম্বইকে। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে অসম প্রথম ইনিংসে অতি সস্তায় অল-আউট হয়ে যায়। তারা ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেনি।
পালটা ব্যাট করতে নেমে মুম্বই প্রথম দিনের শেষেই বড়সড় লিড নিয়ে নেয়। তবে ম্যাচে বিতর্কিত একটি মুহূর্তের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা। প্রথম দিনের চায়ের বিরতের ঠিক আগে রাহানেকে ফিল্ডিংয়ে বাধা সৃষ্টি করার দায়ে আউট ঘোষণা করেন আম্পায়ার।
চায়ের বিরতির আগে শেষ বলে রাহানে স্ট্রেট ড্রাইভ শট খেলেই রান নিতে দৌড়ন। তবে নন-স্ট্রাইকার শিবম দুবে তাঁকে ফেরত পাঠান। মিড-অন ফিল্ডার ডেনিশ দাস বল ছোঁড়েন স্ট্রাইকার প্রান্তে। রাহানে বলের গতিপথে চলে আসায় আম্পায়ার তাঁকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট দেন। যদিও অসম পরে তাদের আবেদন প্রত্যাহার করে নেওয়ায় ক্রিজে ফেরেন রাহানে।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: ৬ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৪টি অর্ধশতরান, রঞ্জিতে থামানো যাচ্ছে না বেঙ্কটেশ আইয়ারকে
ব্যক্তিগত ১৮ রানের মাথায় জীবনদান পেয়েও তা কাজে লাগাতে পারেননি অজিঙ্কা। তিনি শেষমেশ ৩টি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ২২ রান করে দিবাকর জোহরির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।
আরও পড়ুন:- Ashwin's 500 Test Wickets: টেস্টে ৫০০ উইকেটের শিখরে অশ্বিন, দ্বিতীয় ভারতীয় হিসেবে দুরন্ত মাইলস্টোন রবিচন্দ্রনের
এদিন শুরুতে ব্যাট করতে নেমে অসম তাদের প্রথম ইনিংসে মোটে ৮৪ রান তোলে। অভিষেক ঠাকুরি ৩১, আবদুল আজিজ ১৫ ও সাহিল জৈন ১২ রান করেন। বল হাতে আগুন ঝরান শার্দুল ঠাকুর। তিনি ১০.১ ওভার বল করে মাত্র ২১ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। ২টি উইকেট নেন শামস মুলানি। ১টি করে উইকেট নেন মোহিত আবস্তি ও তুষার দেশপান্ডে।