ভারতীয় ক্রিকেট দল বৃহস্পতিবার দেশে ফেরার পর থেকেই রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়াদের নিয়ে বাঁধভাঙা উচ্ছাস দেখিয়েছে সমর্থকরা। ক্রিকেটভক্তরা কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন রাস্তাঘাট থেকে স্টেডিয়াম। দিল্লি বিমানবন্দরের বাইরে হাজারে হাজারে মানুষের মাথা দেখেই বিরাটরা অনুমান করতে পেরেছিলেন ঠিক কি আপ্যায়ণ অপেক্ষা করছে তাঁদের জন্য। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্তদের জন্য অবশ্য এটা ছিল নতুন অভিজ্ঞতা। মানুষের এহেন ভালোবাসা দেখেই হতবাক হয়ে গেছেন তাঁরা। ভারতীয় ক্রিকেটভক্তরা যেভাবে তাঁদের বিশ্বচ্যাম্পিয়ন দলকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন, তা দেখে অবাক হয়ে গেছে ক্রিকেট বিশ্ব। লিওনেল মেসির আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের বুয়ানাস আইরেসকেও হার মানিয়েছে মুম্বই, যা দেখে মাথায় হাত দিয়ে বিস্ময় প্রকাশ আফগান তারকার
আরও পড়ুন-রেফারির সিদ্ধান্ত প্রতিবাদ করতে পারবেন শুধুই অধিনায়ক! নতুন নিয়ম লাগু এআইএফএফের
শনিবার টি২০ বিশ্বকাপ ফাইনালে দঃ আফ্রিকাকে হারিয়ে দল চ্যাম্পিয়ন হলেও ক্যারিবিয়ানদের ডেরায় খারাপ আবহাওয়ার জন্য আটকে পড়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বিশেষ বিমানে শেষ পর্যন্ত বৃহস্পতিবার তাঁদের ফেরানো হয়, এরপর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর মুম্বইতে উড়ে যায় ভারতীয় ক্রিকেট দল। সেখানে বিকেলবেলা ছিল ভিক্ট্রি প্যারেড, অর্থাৎ বিশ্বকাপ জয়ের শোভাযাত্রা। সেখানেই লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছিলেন রোহিত শর্মাদের বাসের আগে পড়ে। এই ছবি সচরাচর ক্রিকেটবিশ্বে বিরল, সেই নিয়েই এবার নিজের এক্স হ্যান্ডেলে বিস্ময় প্রকাশ করলেন আফগানিস্তানের ক্রিকেটার তথা এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক রহমানউল্লাহ গুরবাজ।
আরও পড়ুন-জুন মাসে আইসিসির সেরা ক্রিকেটারের দৌড়ে রোহিত-বুমরাহর সঙ্গে আফগান গুরবাজ!ভোট দিন আপনিও
২০১১ সালের পর ফের বিশ্বকাপ জয়। এক যুগের বেশি সময় ধরে বিশ্বকাপ অধরা ছিল ভারতের। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হার, ফলে এই জয়ের স্বাদটা একদম আলাদা ভারতবাসির কাছে। সেই জন্যই রোহিত, বিরাটদের প্য়ারেডে ভিড় জমাতে এবং তাঁদের একঝলক দেখতে মরিয়া ছিলেন মহারাষ্ট্রের মানুষ। অবশ্য রোহিত শর্মারা যদি বেঙ্গালুরু, চেন্নাই বা কলকাতাতে আসতে, তাহলেও এর থেকে কম মানুষ হতেন না। কিন্তু আফগানসহ বহু দলের কাছেই এই ছবি বিস্ময়ের মতো, কারণ তাঁরা কখনও ভাবতেও পারেননি দেশে এহেন নায়কের সম্মান ক্রিকেটাররা পেতে পারেন। এই দেখেই আফগান ক্রিকেটার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এক ছবি। সেখানে ফুটবল বিশ্বকাপ জয়ের পর বুয়েনাস আইরেসের ছবির সঙ্গে মুম্বইয়ের ছবি তুলে ধরা হয়েছে। সেখানে ভারতের বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনকেই এগিয়ে রাখা হয়েছে।
আরও পড়ুন-সামাইরার পর বিশ্বকাপ ট্রফি যেন দ্বিতীয় সন্তান রোহিতের! কীভাবে আগলে রাখলেন দেখুন!
উল্লেখ্য ১৯৮৬ সালের পর ফের ২০২২ সালের শেষে বিশ্বকাপ জেতে আর্জেন্তিনা। লিওনেল মেসির দল বিশ্বকাপ জয়ের পর সেদেশের মানুষ তাঁদের ফুটবলারদের রাজকীয় ঢং আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই তুলনায় ভারতের বিশ্বকাপ জিততে সময় লেগেছে অনেক কম, তবুও মানুষের এহেন ভালোবাসা পেয়ে আপ্লুত ক্রিকেটাররা।