আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনালে দঃ আফ্রিকা হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার অপূর্ণ স্বপ্ন সফল হয়েছে। অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে হিটম্যান। বিরাট কোহলি, ২০১১ সালে আইসিসি ওডিআই বিশ্বকাপ জয়ের ১৩ বছর পর ২০২৪ সালে ফের বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। এবারের টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরমেন্স করেছেন অধিনায়ক রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ। সেই দুজন রয়েছেন আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে।
এই দুজনের পারফরমেন্সের সুবাদেই ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। ফাইনালে রোহিত শর্মা বড় রান না পেলেও ভারতীয় দলের ম্যাচ জয়ের প্রধান কারণই ছিল জসপ্রীত বুমরাহর দুরন্ত পারফরমেন্স। অক্ষর প্যাটেল এক ওভারে অনেকটা রান দেওয়ার জেরে ফাইনাল ম্যাচে এনরিখ ক্লাসেনদের বিপক্ষে জসপ্রীত বুমরাহকে বোলিংয়ে ফিরিয়ে এনেছিলেন রোহিত শর্মা। আর এসেই দলকে সাফল্য এনে দেন বুমরাহ। ডেথ ওভারে বল করতে এসে দু ওভার বল করে মাত্র ৬ রান দেন জসপ্রীত বুমরাহ। সেই সুবাদেই শেষদিকে দঃ আফ্রিকার ওপর চাপ বাড়ে। ওই দুই ভারে বুমরাহ একটি উইকেটও নেন এবং দলকে জেতান। রোহিত শর্মা ফাইনালে রান না পেলেও সেমিফাইনাল পর্যন্ত তিনি ছিলেন ভালো ফর্মেই। চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলের ক্রিকেটারদের ছাপিয়ে বিশ্বকাপে ব্যাটারদের মধ্যে সবার ওপরে উঠে আসেন আফগানিস্তানের ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ। সেই সুবাদে এই তিন ক্রিকেটারই জুন মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে উঠেছেন। সেই তালিকাই প্রকাশ করেছে আইসিসি।
আরও পড়ুন-ইন্দিরা গান্ধী, মহমোহন সিংয়ের আসনে নরেন্দ্র মোদীও! সুযোগ করে দিলেন রোহিত-দ্রাবিড়রা
ভারতীয় দলকে এবারের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন রোহিত শর্মা। ব্যাট হাতে তিনি করেন ২৫৭ রান। সামনে থেকেই নেতৃত্ব দেন টিম ইন্ডিয়াকে। স্ট্রাইক রেট ছিল ১৫৬-র বেশি। ব্যাটিং গড় ৩৬.৭১। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অর্ধশতরান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন-বিশ্বকাপে ডাহা ফেল! বাবর-হরিস রাউফদের বিরুদ্ধেই পিসিবিতে রিপোর্ট জমা কোচ কার্স্টেনের
ভারতীয় দলের টি২০ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর জসপ্রীত বুমরাহ। তিনি ৮ ম্যাচে বল হাতে তুলে নেন ১৫ উইকেট। ফাইনাল ম্যাচে মাত্র ১৮ রানে ৪ ওভারে নেন ২ উইকেট, সেই সুবাদেই ভারতীয় দল প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গোটা প্রতিযোগিতায় তাঁর ইকোনমি ছিল ৪.১৭।
আরও পড়ুন-উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডের বাধা টপকালেন আলকারাজ,সিনার! ডবলসে পরের রাউন্ডে বোপান্নাও
এবারের আইসিসি টি২০ বিশ্বকাপে ২৮১ রান করে সর্বোচ্চ রানের মালিক হয়ে ছিলেন রহমানুল্লাহ গুরবাজ। ১২৪ স্ট্রাইক রেটে এই রান করেছিলেন তিনি, ব্যাটিং গড় ছিল ৩৫। নিউজিল্যন্ডের বিপক্ষে করেছিলেন ৮০ রান, এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ৬০ রান। দুই ম্যাচেই জিতেছিল আফগানিস্তান।