চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে দারুণ জয়ের পরে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের পার্টনারশিপের প্রশংসা করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এছাড়াও তিনি বলেছেন যে দলের মধ্যে প্রাক্তন অধিনায়কের ব্যাটিং ফর্ম নিয়ে কোনও চিন্তা নেই। এছাড়াও হার্দিকের মতে MI-র জন্য ১৭৭ রানের লক্ষ্য খুবই কম।
আইপিএল ২০২৫-এর ৩৮তম ম্যাচে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের মধ্যে দুর্ধর্ষ শতরান পার্টনারশিপের দৌলতে MI নয় উইকেটে ম্যাচটি জিতে নেয়। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় MI এখন KKR-কে টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
আরও পড়ুন … দলের খেলায় খুশি নন ইস্টবেঙ্গল কোচ! কেরালার কাছে হারের দায় কার উপর চাপালেন ব্রুজো?
এদিনের জয়ের পরে MI অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমাদের খেলার ধরন অনুযায়ী আমরা জানতাম এটা একটা হাই-স্কোরিং ম্যাচ হবে এবং আমরা সেই অনুযায়ী ঝুঁকি নিয়েছিলাম। রোহিত এবং সূর্য যেভাবে ব্যাট করেছে, বাইরে থেকে সেটা দেখতে অনেক স্বস্তির। রোহিতের ফর্ম নিয়ে চিন্তার কিছু নেই, যখন ও ভালো খেলে, তখন আমরা জানি যে প্রতিপক্ষ খেলায় ফিরতে পারবে না। সূর্যও অসাধারণ ব্যাট করেছে, সেই পার্টনারশিপটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। আমরা মূল জিনিসগুলির উপর ফোকাস করছি। সাধারণ ক্রিকেট খেলছি এবং আমাদের পরিকল্পনায় স্থির থাকছি।’ হার্দিক আরও স্বীকার করেছেন যে পেসাররা কিছুটা রান দিয়েছে, তবে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত ১৭৫-১৮০ রান আমাদের কাছে একটু কম মনে হয়েছে।’
আরও পড়ুন … ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে শেষ আটে মোহনবাগানের সামনে কেরালা
ম্যাচের বিষয়ে বলতে গেলে, চেন্নাইয়ের পক্ষে টিনএজার অভিষেককারী আয়ুষ মাথরের ঝড়ো ৩২ রান (১৫ বলে, ৪টি চার এবং ২টি ছয়), শিভম দুবের ৫০ রান (৩২ বলে, ২টি চার এবং ৪টি ছয়) এবং রবীন্দ্র জাডেজার অপরাজিত ৫৩ রান (৩৫ বলে, ৪টি চার এবং ২টি ছয়) মিলে দলকে ২০ ওভারে ১৭৬/৫ স্কোরে পৌঁছে দেয়। মুম্বইয়ের পক্ষে সেরা বোলার ছিলেন জসপ্রীত বুমরাহ (২/২৫)।
আরও পড়ুন … ঘরের মাঠের হার, বদলা নিল কোহলির RCB, শ্রেয়সের PBKS-কে হারাল সাত উইকেটে
জবাবে রান তাড়া করতে নেমে রোহিত এবং রায়ান রিকেলটনের (১৯ বলে ২৪ রান, ৩টি চার এবং ১টি ছয়) মধ্যে ৬৩ রানের একটি পার্টনারশিপ হয়। এরপর রোহিত (৪৫ বলে অপরাজিত ৭৬ রান, ৪টি চার এবং ৬টি ছয়) এবং সূর্যকুমার যাদব (৩০ বলে অপরাজিত ৬৮ রান, ৬টি চার এবং ৫টি ছয়) মাত্র ১৫.৪ ওভারেই MI-র পক্ষে জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে MI এখন ৮টি ম্যাচে ৪টি জয় নিয়ে ৮ পয়েন্টসহ ষষ্ঠ স্থানে উঠে এসেছে। অন্যদিকে CSK এখন পর্যন্ত মাত্র ২টি ম্যাচ জিতেছে এবং ৬টি ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে।