মাংসের সঙ্গে গ্রেভি নেই। রেস্তরাঁর কাছে গ্রেভি চেয়েছিলেন এক গ্রাহক। বদলে সেই রেস্তরাঁ টাকা চেয়ে বসে। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন ওই ব্যক্তি। ফলে রেস্তরাঁও গ্রেভি দিতে নাকচ করে দেয়। এই ঘটনাই সম্প্রতি গড়িয়েছে ক্রেতাসুরক্ষা আদালত পর্যন্ত। ওই গ্রাহক কনজিউমার কোর্টে এই বিষয়ে মামলা করেন। সেই মামলাতেই ‘উল্লেখযোগ্য’ রায় দিয়েছেন বিচারক। বলেছেন, মাংসের সঙ্গে গ্রেভি দেওয়া বাধ্যতামূলক নয়। বিনামূল্যে গ্রেভি দিতে রেস্তরাঁ মোটেই বাধ্য নয়।
আরও পড়ুন - এভারেস্ট জয় করলেন দৃষ্টিহীনা! ভারতের হয়ে রেকর্ড গড়লেন আংমো, অনুপ্রেরণা ছিলেন ‘তিনিই’
কী দাবি গ্রাহকের?
বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট মোতাবেক, কেরলের ক্রেতাসুরক্ষা আদালতে গ্রেভি না দেওয়ার মতো ঘটনার ‘অন্যায়ের’ সুবিচার চেয়ে মামলা করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু সেই মামলাতেই এই রায় শুনিয়েছে আদালত। কেরলের এর্নাকুলাম জেলার ক্রেতাসুরক্ষা আদালতে উঠেছিল এই মামলা। রায় দিতে গিয়ে বিচারক বলেন, এমন কোনও আইন যেখানে একটা রেস্তরাঁকে ফ্রিতে গ্রেভি দিতে হবে। তাই রেঁস্তারা পরিষেবায় কোনও গাফিলতিও করেনি।