হাসপাতাল থেকে রাজভবনে ফিরেছেন বেশ কয়েকদিন হয়েছে। তাই এবার আগের মতো কাজে ‘যোগ’ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একেবারে আগের মেজাজেই কাজ করতে শুরু করেছেন রাজ্যপাল। একটু গতি ধীর হলেও মেজাজ একইরকম রয়েছে। টানা কিছুদিন চিকিৎসাধীন থাকার পর ১০ দিন আগেই রাজভবনে ফিরেছেন রাজ্যপাল। তারপর থেকেই ধীরে শুরু করেছেন সাংবিধানিক কাজ। আবার নিজের আগের কর্মতৎপরতা ফিরে পেয়েছেন রাজ্যপাল। তবে রাজ্যপাল পরিবর্তন হওয়ার গুঞ্জনও ইতিমধ্যেই শুরু হয়েছে।
রাজভবন সূত্রে খবর, চিকিৎসকদের বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে রাজ্যপালকে। কিন্তু তার সঙ্গেই সাংবিধানিক নানা কাজেও মন বসিয়ে ফেলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এখন কোনও জেলা সফর বা রাজ্যের বাইরে যাওয়ার সূচি রাখা হয়নি। কারণ এখনই এতটা ধকল নিতে পারবেন না রাজ্যপাল। আগে নানা জায়গায় গিয়ে পর্যবেক্ষণের কাজ করতেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এখন হাসপাতাল থেকে ফিরে নিজেকে সংযমী এবং শরীরকে আরও একটু সুস্থ করে নিতে চাইছেন রাজ্যপাল। তারপর মাঠে নামবেন।
আরও পড়ুন: ভিডিয়ো কলে স্ত্রীর সঙ্গে কথা বলেই আত্মঘাতী যুবক! তিন মাসের দাম্পত্য শেষ কেন?
চলতি বছরের এপ্রিল মাসের শেষদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কমান্ড হাসপাতালে ভর্তি হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর তাতে ব্লকেজ ধরা পড়েছে জানাজানি হতেই তড়িঘড়ি অস্ত্রপচার করা হয়। বেসরকারি হাসপাতালে হয়েছে সেই অস্ত্রপচারের কাজ। তারপর মে মাসের মাঝামাঝি সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাজভবনে ফেরেন রাজ্যপাল। চিকিৎসাধীন অবস্থায় রাজ্যপাল স্বাক্ষর করেছেন একের পর এক বিল। মোট পাঁচটি বিল—পশ্চিমবঙ্গ টাউন অ্যান্ড কান্টি (পরিকল্পনা ও উন্নয়ন) (সংশোধন) বিল, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ও ভাড়াটিয়া ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, পশ্চিমবঙ্গ কর ট্রাইব্যুনাল (সংশোধন) বিল,পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধন) বিল এবং হাওড়া পৌর কর্পোরেশন (সংশোধন) বিলে সাক্ষর করেছেন বলে সূত্রের খবর।
তবে এখানেই কাজ থেমে থাকেনি। হাসপাতালে বেডে শুয়েই রাজ্যপাল সিভি আনন্দ বোস সবুজ সংকেত দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একটি ইডি মামলায়। প্রসিকিউশনে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল বলে সূত্রের খবর। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল রাজভবনে ফিরেই জনগণের সঙ্গে সরাসরি কথা বলার বিশেষ উদ্যোগ ‘আমনে সামনে’ আবার চালু করে দিয়েছেন। এই অনুষ্ঠানে বরাবর সাধারণ মানুষের অনুরোধ শুনে থাকেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।