আজ, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারিকে নিয়ে মাঠে নেমে পড়েছে বাম–বিজেপি। পাল্টা চড়া সুরে জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনের দাবি, বিরোধী দলের নেতার নাম ইডি–সিবিআইয়ের খাতায় থাকলেও তাঁদের ডাকা হয় না। অবিজেপি সরকারের রাজ্যগুলিতে ইডি–সিবিআই বেশি তৎপর।
ঠিক কী বলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ? মানিক ভট্টাচার্যকে সারারাত জেরা করে সকালে গ্রেফতার করে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই গ্রেফতারের পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘বিচারাধীন বিষয় নিয়ে নিশ্চিত করে কিছুই বলব না। তবে বলব ইডি তাঁকে গ্রেফতার করেছে। কিন্তু আমরা জানি ইডির কনভিকশন রেট মাত্র .৪৫ শতাংশ। আমরা দেখেছি কয়েক বছরে কীভাবে ইডি এবং সিবিআইয়ের ব্যবহার ৩৬৫ শতাংশ বেড়েছে। যার মধ্যে ৯৫ শতাংশ বেছে বেছে বিরোধী নেতা– নেত্রীদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। আর বিরোধী দলগুলির মধ্যে শীর্ষে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা এও দেখেছি, পাহাড়প্রমাণ দুর্নীতিতে ডুবে থাকা বিজেপি নেতাদের স্পর্শ করে না তাঁরা। তাই আমরা চাইব তদন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হোক, সত্যি সামনে আসুক।’
ঠিক কী বলেছে বিজেপি? এই গ্রেফতারের ঘটনা নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘মানিক ভট্টাচার্যের দিকে অভিযোগের তির ছিল। এত বড় দুর্নীতি সংগঠিত হয়েছে তাতে মানিক ভট্টাচার্য কিছু জানতেন না? তাঁরা সকলে এই গোটা প্রক্রিয়ায় ছিলেন। এখন আইনি পথে চলছে। তাই ইডি কখন কাকে গ্রেফতার করবে, জেরা করবে এটা তাদেরই ব্যাপার। আমাদের কিছু বলার নেই।’