৩০শে এপ্রিল তিনি গিয়েছিলেন জগন্নাথ দর্শনে। দিঘায়। সস্ত্রীক। তবে কেবলমাত্র জগন্নাথ দর্শনই নয়। তিনি বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গেও দেখা করেন। হেসে হেসে কথাও হয়। তারপরই জোর শোরগোল বাংলার রাজনীতিতে। তবে কি তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন দিলীপ? নানা প্রশ্ন বিজেপির অন্দরে। এমনকী একেবারে সরাসরি গো ব্যাকও শুনতে হয়েছে দিলীপ ঘোষকে, কটূ স্লোগানও শুনতে হয়েছে দলের অন্দরমহল থেকেই।
দিলীপ ঘোষকে কেন্দ্র করে দল একেবারে আড়াআড়িভাবে বিভক্ত। এমনকী পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে এতদিন সোশ্য়াল মিডিয়ায় দিলীপ ঘোষের সঙ্গে ছবি দিয়ে অনেকেই ওপরমহলে তাঁদের কতটা প্রভাব রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করতেন । তবে এবার একেবারে অন্য় ছবি। দেখা যাচ্ছে বহু বিজেপি নেতা আচমকা দিলীপ ঘোষের সঙ্গে তাঁদের ছবি সম্বলিত যে ডিপি ছিল সেটা সরাতে শুরু করেছেন। কার্যত দিলীপ ঘোষের সঙ্গে নিজেদের দূরত্ব তৈরির জন্য তাদের এই উদ্যোগ।
এসবের মধ্য়েই এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে লেখা হয়েছে,' আজ সেই অভিশপ্ত ২রা মে। আজকের দিনে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই শুরু হয়েছিল তৃণমূলী দুষ্কৃতীদের তাণ্ডব।তাতে প্রাণ হারিয়েছেন আমাদের ২৫০জন কার্যকর্তা। সকল কার্যকর্তার শান্তি কামনা করি।'
পোস্ট করেছেন দিলীপ ঘোষ।