মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের সময় সাক্ষাতের পর থেকে দিলীপ ঘোষকে দলে টানতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। বিজেপি নেতৃত্বের একাংশ যত দিলীপবাবুকে আক্রমণ করছে ততই তাঁর সমর্থনে মুখ খুলছেন একের পর এক তৃণমূল নেতা। সেই তালিকায় নাম লেখালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। অধুনা তৃণমূলনেত্রী সুজাতার দাবি, কেন্দ্রীয় মন্ত্রিত্ব না পাওয়ার হতাশা থেকে দিলীপ ঘোষকে কুরুচিকরভাবে আক্রমণ করছেন চরিত্রহীন সৌমিত্র।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিজেপি নেতা দিলীপ ঘোষকে সোশ্যাল মিডিয়ায় প্রথম আক্রমণ শানান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। দিলীপবাবু ত্যাগী থেকে ভোগী হয়ে গিয়েছেন বলে দাবি করেন তিনি। এমনকী দিলীপবাবুকে তিনি বাঁকুড়ায় ঢুকতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন। পালটা দিলীপ ঘোষও সৌমিত্র খাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন, বলেন যাদের দিন ও রাতের জীবন আলাদা। যারা ৪ বউ আর ৮টা গার্লফ্রেন্ড রাখে তারা দিলীপ ঘোষকে নিয়ে কথা বলছে?
রাজনৈতিক বিতণ্ডায় যখন দলেরই ২ নেতার মধ্যে চরমে কাদা ছোড়াছুড়ি তখন আগুনে ঘি ঢাললেন সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। ২০২০ সালের বিধানসভা ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন সুজাতা। এর পর সৌমিত্র খাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্র খাঁর বিরুদ্ধে সুজাতাকে দাঁড় করায় তৃণমূল। কিন্তু কয়েক হাজার ভোটে পরাজয় হয় তাঁর।
সেই সুজাতা মণ্ডল শুক্রবার দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে বলেন, ‘তাঁর যে মানসিক হতাশা, তা পরিষ্কার বোঝা যাচ্ছে। কে কোথায় তাঁর সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেন, মন্দিরে গেলেন, ফোটো তুললেন, তা দেখার দায়িত্ব তৃতীয় কোনও ব্যক্তির নয়। ’
প্রাক্তন স্বামীকে আক্রমণ করে সুজাতা বলেন, ‘দলবদলের সব রেকর্ড যিনি ভেঙে দিয়েছেন, সেইরকম একজন দলবদলু, ধান্দাবাজ, চরিত্রহীন ব্যক্তি দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছেন। ওঁর গায়ে লাগার কারণ হচ্ছে, দিলীপবাবু ওঁর চরিত্র প্রকাশ্যে এনে দিয়েছেন। তাই ওঁর গায়ে লেগেছে। ভেবেছিলেন অন্তত হাফ প্যান্ট মন্ত্রী হবেন, তা না হতে পেরে মানসিক হতাশায় আক্রমণ করছেন।’
বলে রাখি, সুজাতার সঙ্গে বিচ্ছেদের পরে পারমিতা নামে এক মহিলাকে বিয়ে করেছেন সৌমিত্রবাবু। এক সন্তানের জননী পারমিতাদেবী পেশায় আইনজীবী। তাঁর স্বামী বিজেপি কর্মী ছিলেন। তাঁর অকালমৃত্যুর পর পারমিতাদেবীকে বিয়ে করেন সৌমিত্রবাবু। আপন করে নেন তাঁর একমাত্র কন্যাসন্তানকেও।