কেএলও। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। বাম আমলে একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিল এই কেএলওর নাম। এদিকে সূত্রের খবর, সম্প্রতি সংগঠনরে প্রতিষ্ঠা দিবসে কেএলও নেতা বলে পরিচয় দেওয়া কোচ পাভেল সংবাদমাধ্যমে একটা বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, কেন্দ্রের সঙ্গে কেএলওর যে শান্তি আলোচনা হয়েছিল তা নিয়ে সন্তুষ্ট নন। আর সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই পরিস্থিতির জন্য কেএলও সুপ্রিমো জীবন সিংহকেও একহাত নেন তিনি।
তিনি জানিয়েছিলেন জীবন সিংহের পরিকল্পনাহীন সিদ্ধান্তের জন্য় আজ কোচ রাজবংশী জনজাতির চরম দুর্দশা। কামতাপুর রাজ্যকে এক করতে হবে। কার্যত এই দাবি কেএলওর বহুদিনের। তবে এবার সেই কেএলও আচমকা সুর চড়াতে শুরু করেছে।
এদিকে কেএলওর এই বিবৃতির পরেই গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে কি দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ডে থাকা কেএলও নেতারা ফের কোথাও থেকে ইন্ধন পাচ্ছেন? কাদের থেকে ইন্ধন পাচ্ছেন তারা?
এদিকে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দাদের ধারণা আনসারুল্লা বাংলা টিম, জেএমবি ও কেএলওর মতো সংগঠনগুলি একে অন্যকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে সাহায্য করছে। উত্তরবঙ্গের কিছু জায়গায় দাওয়াতের নাম করে বৈঠক হয়েছে। এদিকে এই দাওয়াতে আমন্ত্রিত ছাড়া কেউ হাজির হন না। সেকারণে এলাকার বাছাই করা যুবকরাই সেখানে থাকছে।
কিন্তু আচমকা দাওয়াতের কথা কেন বলা হচ্ছে? আসলে বিষয়টি দাওয়াতের নয়। বিষয়টি আচমকাও নয়। আসলে সম্প্রতি এবিটি জঙ্গি সন্দেহে নূর ইসলাম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে বার বার আলিপুরদুয়ারে যেত। আর সে দাওয়াতের নাম করে ফালাকাটায় কয়েকজনের সঙ্গে দেখা করেছিল বলে খবর।