বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সিআইডি তদন্তের নির্দেশ হতেই অনির্দিষ্টকালের ছুটি নিলেন যোগেশ চন্দ্রের অধ্যক্ষ
পরবর্তী খবর
সিআইডি তদন্তের নির্দেশ হতেই অনির্দিষ্টকালের ছুটি নিলেন যোগেশ চন্দ্রের অধ্যক্ষ
1 মিনিটে পড়ুন Updated: 13 Oct 2023, 11:35 AM ISTChiranjib Paul
ওই কলেজের গভর্নিং বডি’র এক প্রাক্তন সদস্য নীল বসু ২০১৮ সালে সুনন্দার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তুলেছিলেন। আবার সম্প্রতি যোগেশচন্দ্র চৌধুরী ল’কলেজ নিয়ে আরও একটি মামলা হয়েছে। এই মামলার শুনানি চলাকালীন পুরনো মামলা উত্থাপন করেন নীল বসু।
যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজ
বৃহস্পতিবার যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাঁচ বছরের পুরনো একটি মামলায় এই নির্দেশ দিয়েছেন তিনি। তার পরই কলেজের গর্ভনিং বডির কাছে অনির্দিষ্টকালের জন্য ছুটির আবেদন জানিয়েছেন।
টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নির্দেশে তিনি কাজে যোগ দিয়েছিলেন। আদালতের নির্দেশ শোনার পরই তিনি কলেজ কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন জানিয়েছেন। শুক্রবার থেকেই সেই ছুটি চেয়েছেন তিনি। চিঠি সুনন্দা ভট্টাচার্য জানিয়েছেন, বিশেষ পরিস্থিতির জন্য এই ছুটি তিনি চাইছেন। তার পরিবর্তে মহম্মদ মজুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন তিনি।
ওই কলেজের গভর্নিং বডি’র এক প্রাক্তন সদস্য নীল বসু ২০১৮ সালে সুনন্দার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তুলেছিলেন। আবার সম্প্রতি যোগেশচন্দ্র চৌধুরী ল’কলেজ নিয়ে আরও একটি মামলা হয়েছে। এই মামলার শুনানি চলাকালীন পুরনো মামলা উত্থাপন করেন নীল বসু। কলকাতা পুলিশ সেই তদন্ত করতে ব্যর্থ হয়েছে বলে আদালতে জানা নীলু বসু। তাই এবার সিআইডি’কে তদন্ত করার নির্দেশ দেন বিচারপতি।