কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এর আগে এই পদে ছিলেন বিচারপতি সৌমেন সেন। তবে তাঁকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই অবস্থায় বিচারপতি সুজয় পালকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, জেল থেকে মুক্তি কবে?
বিচারপতি টিএস শিবজ্ঞানম ১৫ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেন। এরপর, বিচারপতি সৌমেন সেনকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট কলেজিয়াম আগেই তাঁকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের সুপারিশ করেছিল। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবার বিচারপতি সুজয় পালকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হল।
উল্লেখ্য, বিচারপতি সুজয় পাল ১৯৬৪ সালের ২১ জুন মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্মগ্রহণ করেন। সেখানেই রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক, স্নাতকোত্তর এবং আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। ১৯৯০ সালে তিনি মধ্যপ্রদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন এবং দীর্ঘদিন বিভিন্ন আইনি ক্ষেত্রে প্র্যাকটিস করেছেন। এরপর ২০১১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০১৪ সালে স্থায়ী বিচারপতি হিসাবে দায়িত্ব পান। সম্প্রতি তিনি তেলেঙ্গানা হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে বদলি হয়ে এসেছেন।
কলকাতা হাইকোর্টে আসার পর থেকেই বিচারপতি সুজয় পালকে জনস্বার্থ মামলার শুনানির ভার দেওয়া হয়, যা সাধারণত প্রধান বিচারপতির বেঞ্চই করে থাকে। এর পর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে তিনিই পরবর্তী প্রধান বিচারপতি হতে পারেন। তবে আপাতত তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।