বাংলার সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে একটা বড় ভরসা হল স্বাস্থ্যসাথী কার্ড। কিন্তু সেই কার্ডেও পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নানা সময় নানা অভিযোগ ওঠে। এমনকী বেশি দিন ভর্তি করিয়ে রেখে অতিরিক্ত বিল করিয়ে নেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ। সেক্ষেত্রে এবার ঠিক হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০দিনের বেশি ভর্তি থাকলেই মেডিক্যাল অডিট করা হবে।
কিন্তু তার মানে এটা নয় যে স্বাস্থ্য়সাথী কার্ডে ১০দিনের বেশি ভর্তি থাকা যাবে না। আসলে যেটা নিশ্চিত করা হচ্ছে যে অতিরিক্ত দিন ভর্তি করিয়ে রেখে যাতে কোথাও অনিয়ম করা না হয়। কিন্তু কেন এই ১০দিনের সময়টাকে ধরা হচ্ছে?
বর্তমানের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, মেডিক্যাল ম্যানেজমেন্ট কেসে( যেখানে অপারেশনের দরকার নেই) সেখানে মোটামুটি ১০ দিন হাসপাতালে ভর্তি থাকলেই হয়। এদিকে স্বাস্থ্যসাথী শুরুর সময় থেকেই খেয়াল রাখা হত ১০ দিনের বেশি কারা হাসপাতালে ভর্তি থাকছেন। তবে এবার একেবারে নির্দেশিকা দেওয়া হল।
কীভাবে এই অডিট করা হবে?
আসলে এটা মূলত একটা খতিয়ে দেখার পদ্ধতি। অর্থাৎ সংশ্লিষ্ট রোগী কেন ১০দিনের বেশি ভর্তি রয়েছেন সেটা দেখা হবে। ২৫জনের বিশেষজ্ঞ টিম এটা খতিয়ে দেখবেন। মূলত তিনি কেন ১০দিনের বেশি ভর্তি রয়েছেন সেটাই দেখা হবে। যদি দেখা যায় যে তাঁরা সিদ্ধান্ত নিতে পারছেন না এরপর গোটা বিষয়টি জানানো হবে সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকদের।