বিদেশে কাজের স্বপ্ন দেখিয়ে কলকাতায় ডেকে এনে অপহরণ করা হল মহিলা, শিশু-সহ গুজরাতের এক পরিবারকে। কানাডায় চাকরি পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই ফাঁদে পা দিয়ে বিপদের মুখে পড়েন তাঁরা। টানা ছ’দিন কোনও খোঁজ পাওয়া যায়নি। শেষমেশ তদন্তে নেমে বুধবার তাঁদের উদ্ধার করেছে কলকাতা পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযুক্তরা পলাতক। (আরও পড়ুন: দিল্লি গিয়েও মমতা বন্দনায় দিলীপ, 'দলত্যাগ' নিয়ে বিস্ফোরক প্রাক্তন রাজ্য সভাপতি)
আরও পড়ুন: দিল্লি থেকে সুন্দরবনে বেড়াতে এসে অপহরণ, স্ত্রীর বুদ্ধিতে উদ্ধার স্বামী, ধৃত ২
পুলিশ সূত্রে খবর, অপহৃত পাঁচ জনের মধ্যে রয়েছেন দুই পুরুষ, এক মহিলা ও দুই শিশু। তাঁরা গুজরাতের মেহসানা জেলার বাসিন্দা। এঁদের কলকাতায় নিয়ে আসার মূল উদ্দেশ্য ছিল ভিসা ও কাজের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা। অভিযোগ, কানাডায় পাঠানোর বন্দোবস্ত করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ‘অ্যাব্রড ড্রিমস ইমিগ্রেশন’ নামে একটি ট্রাভেল এজেন্সি, যার মূল চালক অভিলাষ নায়েক নামের এক ব্যক্তি। (আরও পড়ুন: কসবা ধর্ষণে অভিযুক্ত মনোজিতের 'অনুপ্রেরণা' গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই!)
এই ঘটনার বিষয়ে রবীন্দ্রসরোবর থানায় প্রথম লিখিত অভিযোগ দায়ের করেন বিশাল পটেল রজনীকান্ত নামের ২৬ বছর বয়সি এক যুবক। অভিযোগে তিনি জানান, তাঁর বন্ধু যোগেশ কুমার দাভি, যোগেশের স্ত্রী কাজলবেন, বোন, ও দুই শিশু সন্তানকে নিয়ে কলকাতায় এসেছিলেন অভিলাষের এজেন্সির ডাকে সাড়া দিয়ে। প্রাথমিকভাবে তাঁরা ভিআইপি রোডের একটি হোটেলে উঠেছিলেন। পরে চলে যান দক্ষিণ কলকাতার একটি অন্য হোটেলে। (আরও পড়ুন: বেজায় চটেছেন মহুয়া, এবার 'শ্বশুরবাড়ি' বয়কটের হুঁশিয়ারি মহুয়ার)