অগ্নি নিরাপত্তা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল পুরসভা। আগেই বাজার ও ছাদের রেস্তোরাঁয় অডিট করার কথা ছিল, এবার সেই অডিটের পরিধি বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবার থেকে কলকাতার সব বাণিজ্যিক ভবন, শপিং মল, হাসপাতাল ও স্কুলেও অগ্নি নিরাপত্তার অডিট করা হবে। সোমবার কলকাতা পুরসভার সদর দফতরে রাজ্য টাস্ক ফোর্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কলকাতার ৪৯০টি গুদামে আগুন লাগার পরিস্থিতি: ফায়ার সেফটি অডিট রিপোর্ট
বৈঠকে আগুন নেভানোর জল কোথা থেকে পাওয়া যাবে, সেটা ঠিক করা, বাণিজ্যিক ভবনের গেটে থাকা বৈদ্যুতিক মিটার সরানো, অগ্নি নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারীদের উপর কড়া নজর রাখা এসব বিষয় নিয়েই বেশি আলোচনা হয়। ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণের জন্য নিয়মও আরও কঠোর করার কথা বলা হয়েছে, যাতে নিয়ম না মানা ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে বাধ্য করা যায় সুরক্ষা ব্যবস্থা নিতে। বাজার ও ছাদের রেস্তোরাঁর জন্য আলাদা এসওপি তৈরির কাজ শুরু হয়েছে। সোমবারের বৈঠক ছিল সেই টাস্ক ফোর্সের দ্বিতীয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু এবং অরূপ বিশ্বাস। ছিলেন জাভেদ খান ও প্রদীপ মজুমদারও।
বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানান, রাজ্যের মন্ত্রী ও সরকারি আধিকারিকরা মিলে একটি বিস্তারিত এসওপি তৈরি করে তা অনুমোদনের জন্য নবান্নে পাঠাবেন। বিভিন্ন ধরণের বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে জানান তিনি।একজন আধিকারিক জানান, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৯২টিতে আগুন নেভানোর জন্য নির্দিষ্ট জলের অবস্থান চিহ্নিত করা হয়েছে। এই তথ্য রাজ্য দমকল দফতরের সঙ্গেও ভাগ করে নেওয়া হবে।