মাত্র ৩৬৬ মিটারের জন্য আটকে রয়েছে বহু প্রতীক্ষিত নিউ গড়িয়া এয়ারপোর্ট অরেঞ্জ লাইন চালু হওয়ার কাজ। চিংড়িহাটার যানজটই হয়ে উঠেছে সবচেয়ে বড় বাধা। এবার সেই জট ছেঁটে পথ মসৃণ করতে সরাসরি হস্তক্ষেপ করল কলকাতা হাই কোর্ট।
আরও পড়ুন: ২৬-এর পুজোর আগেই নতুন বাড়িতে ফিরতে পারবেন বউবাজারের গৃহহারারা, আশ্বাস মেয়রের
বুধবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ বুধবার জানায়, দ্রুত সমাধান না করলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। তাই মেট্রো রেল, রাজ্য সরকার, রেল বিকাশ নিগম (আরভিএনএল), কেএমডিএ এবং কলকাতা পুলিশ সব পক্ষকে একসঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, সমস্যা কোথায়, তা বুঝে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। কবে সেই বৈঠক হবে, জানাতে হবে বৃহস্পতিবারই। সেই মতো আজ বৃহস্পতিবার সব পক্ষকে জানিয়ে দেওয়া হল বৈঠকের স্থান এবং দিনক্ষণ। আগামী মঙ্গলবার সব পক্ষকে বৈঠকে বসতে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। পার্কস্ট্রিটের মেট্রো ভবনে বৈঠক হবে। আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ২টো ৩০ মিনিটে বৈঠক করতে বলা হয়েছে। বৈঠকে থাকবেন সব পক্ষের প্রতিনিধিরা। আদালত জানিয়েছে, জনগণের স্বার্থের কথা মাথায় রেখে গুরুত্ব দিয়ে বৈঠক করতে হবে।