গঙ্গার পাড় ভাঙন রোধে অবশেষে পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় ‘গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন’। আসন্ন ডিসেম্বর মাস থেকেই প্রকল্পের কাজ শুরু হবে। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ড এই তিন রাজ্যকে নিয়ে সম্প্রতি পাটনায় আয়োজিত আন্তঃরাজ্য বৈঠকে গৃহীত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
আরও পড়ুন: বি গার্ডেনে ভাঙন রুখতে পদক্ষেপ, ৭ প্রজাতির ম্যানগ্রোভ চারা রোপণ কর্তৃপক্ষের
গঙ্গার ভাঙন নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ছিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় হস্তক্ষেপে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের উপর চাপ বাড়ে বৈঠকের আয়োজন ও সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য। শেষমেশ ২৪ জুলাই পাটনায় তিন রাজ্যের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত হয় সেই গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক। পশ্চিমবঙ্গের তরফে উপস্থিত ছিলেন সেচ দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরা। এই বৈঠকে ঠিক হয়, পশ্চিমবঙ্গে গঙ্গার পাড় ভাঙন রোধে ১৬৩.৫ কিলোমিটার নদীপাড় জুড়ে গড়ে তোলা হবে শক্তিশালী পরিকাঠামো ও আধুনিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিহারে প্রাথমিক পর্যায়ে কাজ হবে ১৫ কিলোমিটার নদীপাড়ে। ঝাড়খণ্ডেও কিছু অংশে হবে।
কমিশনের তরফে জানানো হয়েছে, ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শুরু করতেই হবে। তাই ৪৫ দিনের মধ্যে বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) প্রস্তুত করতে হবে তিন রাজ্যকেই। বিশেষ করে মালদার রতুয়া অঞ্চলের জন্য আলাদা ডিপিআর আগামী সাত দিনের মধ্যেই জমা দিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গকে। এই এলাকাটিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। কারণ প্রতি বছর এখানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার।