কলকাতার পুলিশ কমিশনারের পদ হারানোর পর থেকে ক্রমশ চাপ বাড়ছে বিনীত গোয়েলের ওপর। বিশেষ করে আরজি কর মেডিক্যালের নির্যাতিতার নাম প্রকাশ করার অভিযোগে সুপ্রিম কোর্টও পদক্ষেপ করতে বলেছে তাঁর বিরুদ্ধে। এই অবস্থায় সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে শুরু হতে চলেছে শুনানি। সেজন্য ইতিমধ্যে মামলাকারী আইনজীবীকে কলকাতা হাইকোর্ট রাজ্যের আইনজীবীকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন - এবার গ্রেফতার আরজি করের টিএমসিপি নেতা আশিস পাণ্ডে, সিবিআই জালে সন্দীপের ডান-হাত
পড়তে থাকুন - মুর্শিদাবাদ সীমান্তে ২ ভারতীয়কে অপহরণ করল বাংলাদেশি সীমান্তরক্ষীরা
গত ৯ অগাস্ট আরজি কর কাণ্ড প্রকাশ্যে আসার দিন সংবাদমাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতা নিহত মহিলা চিকিৎসকের নাম উচ্চারণ করেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করেন কয়েকজন আইনজীবী। এই ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরুর দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টেও দায়ের হয় মামলা। কিন্তু বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করতে অস্বীকার করতে অস্বীকার করে কলকাতা হাইকোর্ট।
চলতি সপ্তাহে বিষয়টি ফের সুপ্রিম কোর্টে উত্থাপিত হলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাজ্যকে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার নির্দেশ দেন। এর পর ফের হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি। আদালতকে তিনি জানান, সুপ্রিমকোর্টের নির্দেশের পর হাইকোর্টে মামলাটির শুনানি শুরু করতে কোনও বাধা নেই। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেছেন। সোমবার মামলাটির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। রাজ্যের আইনজীবীকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এই অভিযোগে দোষী প্রমাণিত হলে বিনীত গোয়েলের ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
আরও পড়ুন - পাচারের সময় নদিয়া সীমান্তে উদ্ধার আজব প্রাণী, জানেন এর নাম কী?
বলে রাখি, নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগ রয়েছে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও।