মঞ্চে দাঁড়িয়ে মেয়র বলেন, যদি পুলিশের মানসিকতা হতো কেবল আসি, যাই, মাইনে পাই, তাহলে আজ কেউ নিরাপদে বাড়ির বাইরে বেরোতে পারতেন না। সমাজের মানুষকে রক্ষা করার জন্য পুলিশ ঘাম-রক্ত ঝরায়, নিজের জীবন বিপন্ন করে দায়িত্ব পালন করে।
মেয়র ফিরহাদ হাকিম।
সেনা পুলিশ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। সেই আবহে পুলিশের প্রশংসা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুলিশের কাজকর্ম নিয়ে সমালোচনা করাকে সমাজবিরোধী আখ্যা দিলেন কলকাতার মেয়র। মঙ্গলবার পুলিশ দিবস উপলক্ষে নজরুল মঞ্চে আয়োজিত কলকাতা পুলিশের অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনই মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, পুলিশ শুধু চাকরি করছে না, বরং প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে। ফলে কোনও বিচ্ছিন্ন ঘটনা নিয়ে তাঁদের কাজকে কলঙ্কিত করার চেষ্টা মানে সমাজকে দুর্বল করার চেষ্টাই।
মঞ্চে দাঁড়িয়ে মেয়র বলেন, যদি পুলিশের মানসিকতা হতো কেবল আসি, যাই, মাইনে পাই, তাহলে আজ কেউ নিরাপদে বাড়ির বাইরে বেরোতে পারতেন না। সমাজের মানুষকে রক্ষা করার জন্য পুলিশ ঘাম-রক্ত ঝরায়, নিজের জীবন বিপন্ন করে দায়িত্ব পালন করে। এক-আধটা ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটা নিয়ে যারা পুলিশকে অপমানিত করতে চায়, তারা আসলে সমাজবিরোধী।রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পুলিশের ভূমিকা একাধিকবার বিতর্কের কেন্দ্রে এসেছে। ধর্ষণ থেকে খুন বিভিন্ন অপরাধের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এমনকি শাসক দলের একাংশকেও পুলিশি তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে।
মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি পুলিশকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের গাফিলতি বরদাস্ত করা হবে না। এই প্রেক্ষিতেই ফিরহাদ হাকিমের মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিরোধীদের মতে, পুলিশের কাজের সমালোচনা করলে সমালোচককে সমাজবিরোধী বলা যায় না। তাঁদের যুক্তি, গণতান্ত্রিক কাঠামোয় পুলিশের কাজের খুঁত তুলে ধরা জনগণের অধিকার।