দেশে ফেরার পর তাঁদের যা যা প্রয়োজন হবে, সবরকম সহায়তা করা হবে। আদালতের এই রায়ের ফলে আপাতত নিশ্চিত হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি বিবি এবং তাঁর পরিবারকে শিগগিরই ভারতে ফিরিয়ে আনা হবে।
কলকাতা হাইকোর্ট
বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী ও সন্তান-সহ বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তকে অবৈধ বলল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, সোনালি ও তাঁর পরিবারকে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনতে হবে। আদালত কেন্দ্রকে চার সপ্তাহের মধ্যে তাঁদের দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে এই নির্দেশ স্থগিত রাখার আর্জি জানানো হলেও বেঞ্চ সেটি খারিজ করে দিয়েছে।
প্রসঙ্গত, সোনালি বিবি বীরভূম জেলার পাইকরের বাসিন্দা। গত কয়েক বছর ধরে দিল্লির রোহিণীতে স্বামী দানিশ শেখ ও আট বছরের পুত্রকে নিয়ে বসবাস করছিলেন তিনি। কাগজকুড়োনি ও পরিচারিকার কাজ করে সংসার চালাতেন সোনালি। পরিবারের দাবি, গত ১৮ জুন হঠাৎই দিল্লি পুলিশের কে এন কাটজু মার্গ থানার পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করে। পরে সোনালি-সহ পাঁচজনকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়। অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ থেকে সেখানকার পুলিশ তাঁদের গ্রেফতারও করে। এই ঘটনায় সোনালির বাবা কলকাতা হাই কোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করেন। আইনজীবীর পক্ষ থেকে আদালতে সোনালিদের ভারতীয় পরিচয়ের প্রমাণ হিসেবে জমির নথি, তাঁর বাবা ও ঠাকুরদার ভোটার কার্ড এবং সোনালির সন্তানের জন্মশংসাপত্র পেশ করা হয়। সব মিলিয়ে আদালত রায় দেয়, তাঁদের বাংলাদেশে পাঠানো বেআইনি পদক্ষেপ।