বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Calcutta High Court: সব থানাতেই থাকতে হবে সিসিটিভি, অকেজো হলে চলবে না: হাইকোর্ট
পরবর্তী খবর
Calcutta High Court: সব থানাতেই থাকতে হবে সিসিটিভি, অকেজো হলে চলবে না: হাইকোর্ট
1 মিনিটে পড়ুন Updated: 25 Aug 2023, 10:49 AM ISTMD Aslam Hossain
২০২২ সালে বারুইপুর সংশোধনাগারে ৪ বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় বন্দিদের পিটিয়ে মারার অভিযোগ ওঠে। যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করে। তবে তা বিতর্ক তৈরি হয়। ঘটনায় মৃতদের পরিবার পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে তদন্তের দাবি জানায়।
ফাইল ছবি
গত বছর বারুইপুরে ৪ বন্দির মৃত্যুতে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই সংক্রান্ত মামলায় কড়া নির্দেশ দিল আদালত। সে ক্ষেত্রে প্রত্যেক থানায় সিসিটিভি লাগানোর পাশাপাশি সেগুলি যেন সচল থাকে সে বিষয়ে পুলিশকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। রাজ্য পুলিশের ডিজিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তার ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করেছে তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট।
মামলার বয়ান অনুযায়ী, ২০২২ সালে বারুইপুর সংশোধনাগারে ৪ বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় বন্দিদের পিটিয়ে মারার অভিযোগ ওঠে। যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করে। তবে তা বিতর্ক তৈরি হয়। ঘটনায় মৃতদের পরিবার পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে তদন্তের দাবি জানায়। পরে এ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। তদন্তে সিআইডি একটি সিসিটিভি ফুটেজ খুঁজে পায়নি। সেই সিসিটিভি ফুটেজটি ছিল বজবজ থানার। তাই নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। থানার তরফে তদন্তকারীদের জানানো হয় ওই সময় সিসিটিভিটি খারাপ ছিল। এরপরে থানাগুলিতে সিসিটিভি ফুটেজ নিয়ে কড়া পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট। সব থানাতে সিসিটিভি বসানোর পাশাপাশি সেগুলি সচল রাখার নির্দেশ দিয়েছে আদালত। ফুটেজ রেকর্ড এবং সংরক্ষণ করার জন্য এই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।