wশুক্রবার কলকাতায় পুজো উদ্বোধন বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। নিউটাউনের এক পাঁচতারা হোটেলে রাজ্যের শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বাইরে থেকে যতই তা ঘরোয়া আলোচনা মনে হোক, আসলে এদিনের বৈঠকেই রাজ্য সংগঠন ও প্রচারকৌশল নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে গিয়েছেন শাহ। এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে।
আরও পড়ুন: ছাব্বিশে সরকার বদলের প্রার্থনা মা দুর্গার কাছে, কলকাতায় মণ্ডপ উদ্বোধন অমিত শাহের
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। বৈঠকের মূল আলোচ্য ছিল দু’টি বিষয় এসআইআর ইস্যুতে বঙ্গ বিজেপির অবস্থান কী হবে এবং আগামী দিনে প্রচারের রূপরেখা কেমন হবে। তবে এর পাশাপাশি সবচেয়ে বড় বার্তাটা দিয়েছেন সংগঠনকে ঘিরেই। শাহ স্পষ্ট বলেছেন, পুজোর মরশুম শেষ হওয়ার আগেই রাজ্য বিজেপির নতুন কমিটি তৈরি করে ফেলতে হবে। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল, শমীক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর পুজোর আগেই নতুন কমিটি ঘোষণা করবেন। কিন্তু দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব সেই প্রক্রিয়াকে আটকে দিয়েছে। আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করেও সমাধান মেলেনি। ফলে নতুন কমিটি না হওয়ার জেরে শাহ নিজেও পুজোর আগে রাজ্য নেতাদের সঙ্গে পূর্ণাঙ্গ রণকৌশল আলোচনা করতে পারেননি।