ফের যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজে বিক্ষোভ। তৃণমূল সাংসদ মালা রায়ের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীদের একাংশ। টিএমসিপির একাংশ এই বিক্ষোভে শামিল হয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। তবে গোটা পরিস্থিতিটা একেবারেই যাদবপুরের মতো হয়নি। মালা রায় নিরাপদেই বের হয়ে যান কলেজ থেকে। প্রসঙ্গত জিবি মিটিংয়ের জন্য কলেজে এসেছিলেন মালা রায়।
আর তারপরেই বহিরাগতদের একাংশ ও যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে তুমুল বচসা বেঁধে যায়। নানাভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হয়। রঙ খেলা, জল ছোঁড়ার নাম করে দুপক্ষের মধ্য়ে বচসা বেঁধে যায়। বহিরাগতদের বের করার জন্য় দাবি করেন ছাত্রছাত্রীরা।
এক ছাত্রী বলেন, বহিরাগতদের বের করতে হবে। আমাদের জোর করে রঙ মাখানো হচ্ছে। অপর এক ছাত্র বলেন, বহিরাগতরা কলেজ চত্বরে ঢুকে পড়েছে।
এদিকে সরস্বতী পুজোর আগেও যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে ঝামেলা বেঁধেছিল। গত ২ ফেব্রুয়ারি এই কলেজেই বিক্ষোভ দেখিয়েছিলেন ছাত্রছাত্রীরা। সেই সময় তারা দাবি করেছিলেন এই কলেজ সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে।
এদিকে মঙ্গলবার কয়েকজন ছাত্রী দাবি করেন মহম্মদ সাব্বির আলির নেতৃত্বে কয়েকজন বহিরাগত এসে কলেজে জোর করে রঙ মাখাচ্ছে। দাবি করেন এক ছাত্রী। অপর এক ছাত্র বলেন, আজ তো হোলি নয়। তারপরেও কেন জোর করে রঙ মাখানো হচ্ছে?