শনিবার বিকালে ইন্ডিয়া জোটের মিটিং। সেই মিটিংয়ে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ভার্চুয়াল মাধ্যমে তিনি এই মিটিংয়ে যোগ দেবেন। শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে এই অভিষেকের নাম ঘোষণা করা হয়।কলকাতা থেকে সেই মিটিংয়ে যোগ দেবেন অভিষেক। শনিবার সন্ধ্যায় ৭টায় সেই বৈঠক হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের লোকসভা ভোটের প্রায় ১৩ মাস পরে তৃণমূল বিজেপি বিরোধী সর্বভারতীয় এই জোটের বৈঠকে যোগ দিচ্ছে।প্রথম দিকে ঠিক ছিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে এই বৈঠক হবে। কিন্তু পরে জানা যায় ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে যোগ দেবেন নেতৃত্বরা। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব জানিয়েছিলেন শনিবার তাঁর পক্ষে দিল্লিতে গিয়ে বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়। সেকারণে ভার্চুয়াল মাধ্যমে সেই মিটিংয়ে যোগ দেওয়ার কথা বলা হয়। সেই সঙ্গেই ২১শে জুলাই কলকাতায় তৃণমূলের বড় কর্মসূচি রয়েছে। তৃণমূলের নেতার পক্ষে তার আগে দিল্লিতে গিয়ে বৈঠকে বসা সম্ভব নয়। সেকারণে দিল্লিতে গিয়ে বৈঠকে বসবেন না অভিষেক। তিনি কলকাতা থেকেই ভার্চুয়াল মাধ্যমে এই মিটিংয়ে যোগ দেবেন।