পঞ্জাবের অমৃতসরের ছায়া পড়ল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জলঙ্গিতে। বিবাদের জেরে গুলি চালানোর জেরে মৃত্যু হল দুই সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) জওয়ানের। বিএসএফ সূত্রে খবর, দু'জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।বিএসএফ সূত্রে খবর, সোমবার ভোরের দিকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জলঙ্গির কাকমারি বিএসএফ ক্যাম্পে বচসায় জড়িয়ে পড়েন ওই দুই জওয়ান। তাঁরা দু'জনেই বিএসএফের ১১৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন। বচসার মধ্যেই গুলি চালানো হয়। যদিও সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এক জওয়ান সহকর্মীকে গুলি করেন। তারপর নিজের জীবন শেষ করে দেন।কী কারণে দুই জওয়ানের মধ্যে বচসা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। সরকারিভাবে সীমান্তরক্ষী বাহিনীর তরফে মুখ খোলা হয়নি। তবে বিএসএফ আধিকারিকদের উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, স্থানীয় থানা থেকে তাঁদের তলব করা হয়েছিল। তারপরই দু'জনে বিবাদে জড়িয়ে পড়েন। আপাতত দু'জনের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জলঙ্গির ঘটনার আগেরদিনই অমৃতসরে একইরকমের ঘটনা হটেছিল। অমৃতসরের খাসায় বিএসএফের মেসে এক জওয়ানের গুলিতে মৃত্যু হয় চার সহকর্মীর। মৃত্যু হয় ওই জওয়ানেরও। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রবিবার সকালে তিনি মেসে আচমকা গুলি চালাতে শুরু করেন। সেই কনস্টেবলের এলোপাথাড়ি গুলিতেই অনেক জওয়ান জখম হন। সেই সময় বন্দুকবাজ জওয়ান নিজেও জখম হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মোট পাঁচ জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, খাসায় অবস্থিত বিএসএফের যে মেসে ঘটনাটি ঘটেছে, সেটি অমৃতসর শহর থেকে আটারি সীমান্তে যাওয়ার পথেই পড়ে।