উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী স্বরূপনগরের চারঘাট পঞ্চায়েতে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। অভিযোগ, পঞ্চায়েতের আর্থিক খরচের হিসাব চাইতে গিয়ে দলেরই একজন পঞ্চায়েত সদস্যকে প্রকাশ্যে মারধর করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান টুম্পা সর্দার। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন আক্রান্ত সদস্য পিঙ্কি রায় হোড়।
আরও পড়ুন: TMC বিধায়কের ছেলের সাথে ঘনিষ্ঠ পাঁশকুড়া ধর্ষণে অভিযুক্ত? উঠল গুরুতর অভিযোগ
জানা গিয়েছে, গত তিন বছর ধরে চারঘাট পঞ্চায়েতের আয়-ব্যয়ের কোনও হিসাব দেওয়া হয়নি। পাশাপাশি ‘কাঠমানি’ বা কমিশন নেওয়ার অভিযোগও উঠছিল এলাকায়। মঙ্গলবার পঞ্চায়েত বৈঠকে ১৫৬ নম্বর বুথের তৃণমূল সদস্য পিঙ্কি রায় হোড় প্রধানকে সোজাসুজি প্রশ্ন করেন, কোথায় কী খরচ হয়েছে, কেন হিসাব দেওয়া হচ্ছে না? দুর্নীতি নিয়ে সরব হয়ে তিনি ব্যাখ্যা দাবি করলে শুরু হয় উত্তপ্ত বাগবিতণ্ডা। অভিযোগ, দীর্ঘ তর্কাতর্কির একপর্যায়ে প্রধান টুম্পা সর্দার হঠাৎই চড়াও হয়ে মারধর করেন পিঙ্কিকে। শুধু তাই নয়, তাঁকে ভয় দেখানো হয় বলে দাবি। এরপর আহত অবস্থায় চিকিৎসা করিয়ে মেডিক্যাল রিপোর্ট সহ থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
পিঙ্কি রায় হোড় অভিযোগ করেন, পঞ্চায়েতের অ্যাকাউন্ট কার্যত খালি। কোথায় কত টাকা খরচ হচ্ছে কেউ জানে না। তিনি শুধু হিসাব চেয়েছিলেন। প্রধান স্পষ্ট বলেছেন, তিনি কোনও হিসাব দেবেন না। উল্টে তাঁকে মারধর করেছেন। তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে লড়বেন এবং বিচার চাইবেন। এ বিষয়ে প্রধান টুম্পা সর্দারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।