আগামী ২০ মে থেকে ফের চালু হবে মিষ্টি হাব। সম্প্রতি মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মিষ্টি হাব বন্ধ হয়ে যাওয়ায় উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ফের মিষ্টি হাব খুলতে উদ্যোগী হয় জেলা প্রশাসন।
মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই গত শুক্রবার জেলা প্রশাসনের আধিকারিক, মিষ্টি ব্যবসায়ী ও জেলা পরিবহণ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২০ মে থেকে ফের খুলে যাচ্ছে মিষ্টি হাব। জেলাশাসক এই প্রসঙ্গে জানান, ‘কলকাতা থেকে যে বাসগুলি আসবে, সেই বাসগুলির প্রথম স্টপেজই হবে মিষ্টি হাব। পাশাপাশি আসানসোল বা অন্য রুট থেকে যে বাসগুলি আসবে, সেই বাসগুলিরও এখানে স্টপেজ দিতে হবে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের সব বাসই এখানে থামবে।’ একইসঙ্গে জেলা প্রশাসনের তরফে বেসরকারি বাস মালিকদেরও এই মিষ্টি হাবে স্টপেজ দিতে অনুরোধ করা হবে।