আইআইটি খড়্গপুর ও ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তনী - সেই বিশিষ্ট অধ্যাপক ডক্টর পার্থ এস ঘোষকে জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের বোর্ড অফ গভর্নেন্সের নয়া চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হল। সেইসঙ্গে জিআইএস গ্রুপের শিক্ষা সংক্রান্ত কর্মসূচি মেন্টর এবং উপদেষ্টাও হয়েছেন তিনি।মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে জিআইএস গ্রুপের তরফে সেই নয়া সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছে। সেই সাংবাদিক বৈঠকে জিআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং, জিআইএস ইউনিভার্সিটির ওভারসিজ অ্যাডভাইজর মুদৃল পাঠক, জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের প্রিন্সিপাল পার্থ সরকার, জিআইএস গ্রুপের ভাইস-প্রেসিডেন্ট শীলা সিং ঘোষ এবং জিআইএস গ্রুপের ডিরেক্টর সিমরপ্রীত সিং। হাজির ছিলেন ডক্টর পার্থও। যিনি জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানান।জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের বোর্ড অফ গভর্নেন্সের নয়া চেয়ারম্যান বলেন, ‘জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের বোর্ড অফ গভর্নেন্সের চেয়ারম্যান হিসেবে কাজ করতে পারার থেকে আর কিছু ভালো হতে পারে না।’ সেইসঙ্গে জিআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘আমরা নিশ্চিত যে জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের বোর্ড অফ গভর্নেন্সের চেয়ারম্যান হিসেবে উল্লেখ্যজনক অবদান রাখবেন। যার মাধ্যমে আমাদের কলেজ সাফল্যের চূড়ায় পৌঁছাবে।’