বাড়িতে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা নেবেন ডাককর্মী, কীভাবে আবেদন করবেন, দেখে নিন
1 মিনিটে পড়ুন Updated: 31 Oct 2020, 05:09 PM IST- ’-এর () মাধ্যমে ‘লাইফ সার্টিফিকেট’ জমা দেওয়ার সুযোগ থাকলেও প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হন কেউ কেউ। পাশাপাশি অনলাইনে সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বায়োমেট্রিকের প্রয়োজন হয়। সেই যন্ত্র সকলের পক্ষে কেনা সম্ভব হয় না।
তারইমধ্যে এবার করোনা পরিস্থিতিতে প্রবীণদের পক্ষে বাড়ির বাইরে বেরনোরও যথেষ্ট ঝুঁকিপূর্ণ। ব্যাঙ্ক, ডাকঘর বা গ্রাহক সেবা কেন্দ্রে ভিড়ের ফলে সংক্রমণের আশঙ্কাও আছে। তাই এবার সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা পেনশনভোগীদের বাড়িতে যাবেন। তাঁরা প্রয়োজনীয় বিভিন্ন কাজ করবেন। আগামিকাল থেকেই সেই পরিষেবা মিলবে। বায়োমেট্রিক যন্ত্র নিয়ে যাবেন কর্মীরাই। তবে পরিষেবার জন্য নির্দিষ্ট নম্বরে ফোন করতে হবে। নম্বরটি হল - ১৫৫২৯৯। একইসঙ্গে লাগবে ৭০ টাকা।