গতকাল শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের সবংয়ে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী। সেখানে ভোট প্রচারের জন্য তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয়। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে এ বিষয়ে মুখ খোলেন দীপক অধিকারী। গত ১০ বছর ধরে তাঁকে এলাকায় যে কম দেখা গিয়েছে সেকথা কার্যত স্বীকার করে নিয়েছেন দেব।
প্রচারের মঞ্চে দেব। ফাইল ছবি
ঘাটালের দু'বারের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী বা দেব। এবারও তাঁকে সেখান থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তবে বিরোধীদের মুখে প্রায়ই শোনা যায় ১০ বছর ধরে এলাকায় দেখা যায়নি তৃণমূলের বিদায়ী সাংসদকে। তিনি এলাকার কোনও উন্নয়ন করেননি। এ নিয়ে বহুবার তাঁর নামে নিখোঁজ পোস্টার পড়েছে ঘাটালে। লোকসভা নির্বাচনের মুখে প্রচারে বেরিয়ে এ নিয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা প্রার্থী। তিনি দাবি করেছেন, কোনদিনই তিনি নিখোঁজ ছিলেন না। এলাকার মানুষের জন্য তিনি কাজ করেছেন বরাবরই।
গতকাল শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের সবংয়ে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী। সেখানে ভোট প্রচারের জন্য তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয়। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে এ বিষয়ে মুখ খোলেন দীপক অধিকারী। গত ১০ বছর ধরে তাঁকে এলাকায় যে কম দেখা গিয়েছে সেকথা কার্যত স্বীকার করে নিয়েছেন দেব।
তিনি বলেছেন, ‘আমাকে ১০ বছর ধরে হয়তো এলাকায় কম দেখে গিয়েছে। সেটা ঠিকই তবে আমি পালিয়ে যাইনি।’ তৃণমূল প্রার্থীর বক্তব্য, যখনই বন্যা হয়েছে তখনই তিনি দুর্গতদের সঙ্গে দেখা করতে ঘাটাল পরিদর্শন করেছেন। তাঁর বিরুদ্ধে হয়তো কম দেখা পাওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু, কম দেখা গেলেও তিনি কখনই এলাকা ছেড়ে পালিয়ে যাননি। কম দেখা পাওয়া আর ভয়ে বাড়িতে বসে থাকার মধ্যে পার্থক্য রয়েছে বলে জানান তৃণমূল প্রার্থী।