বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর এবারের নির্বাচনে বাঙালি অস্মিতাকেই হাতিয়ার করছে শাসক দল। তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে ২১ জুলাই ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিয়েছিলেন ভাষা আন্দোলনের ডাক। সোমবার থেকে শুরু হচ্ছে সেই আন্দোলন। সোমবার বোলপুরে তাঁর ভাষা আন্দোলনের প্রথম সমাবেশ। রবিবার রাতেই সেখানে পৌঁছে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দলীয় কর্মসূচি ছাড়াও প্রশাসনিক বেশ কিছু কর্মসূচি নিয়েও বোলপুর যাচ্ছেন মমতা।
আরও পড়ুন - 'চোল-যুগের কুদাভোলাই ব্যবস্থা UKর ম্যাগনা কার্টার চেয়েও পুরনো', তামিলভূমে মোদী
কোথা থেকে কোথা পর্যন্ত মিছিল
সোমবার দুপুর ১টায় বোলপুরে প্রথমে প্রশাসনিক বৈঠক হবে। তারপর দুপুর দু’টোয় লজ মোড় থেকে মিছিল শুরু হবে। শান্তিনিকেতন রোড ধরে সেই মিছিল চৌরাস্তা পেরিয়ে শ্রীনিকেতন রোড হয়ে জামবুনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। সেখানেই সমাবেশে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দুটো থেকে মিছিল শুরু হওয়ার পর প্রতি রাস্তার মোড়ে বিভিন্ন সাংস্কৃতিক দল উপস্থিত থাকবে। গান, আবৃত্তি করে তারা বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ করবে বলে জানা গিয়েছে।
উদ্বোধন জয়দেব সেতুর
প্রশাসনিক বৈঠকের সময় কবি জয়দেব রোডে একটি সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই সেতু নির্মাণের জেরে পূর্ব বর্ধমানের সঙ্গে বীরভূমের সড়ক পথে যোগাযোগ আরও সহজ হবে। ৩৩ কিলোমিটার যাত্রাপথ কমবে। অন্যদিকে এই দিনই রামপুরহাটে বাবার পূজার্চনার মন্দিরের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন - ‘বন্দুক-গুলি থাকলেই জেতা যায় না!’ অপারেশন সিঁদুরের কোন সিক্রেট জানালেন রাজনাথ?
জন্মভিটেতে যাবেন মুখ্যমন্ত্রী
রামপুরের চাকাইপুর গ্রামের দুর্গা মন্দিরের নিয়মিত পূজারী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়। ২৮ জুলাই শ্রাবণের সোমবার পড়ায় এই দিন নবকলেবরে সাজানো সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন তিনি। মুখ্যমন্ত্রীর জন্মভিটের এই দুর্গা মন্দির প্রায় ২০০ বছরেরও বেশি প্রাচীন। মুখ্যমন্ত্রীর আগমনের খবরে ইতিমধ্যেই সাজো সাজো রব পড়ে গিয়েছে সেখানে। গ্রামবাসী ও ভক্তদের অনুদান মিলিয়ে ৫৫ লক্ষ টাকা দিয়ে নতুন করে নির্মাণ করা হয়েছে এই মন্দির। মা দুর্গার শৈলমূর্তি উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।