সাপুরজি-উল্টোডাঙ্গা রুটে চালু হয়ে গেল পরিবেশবান্ধব এসি বাস পরিষেবা। এই প্রথম বেসরকারি উদ্যোগে কলকাতায় এসি বাস পরিষেবা চালু হল। বেসরকারি বাস মালিকদের সংগঠন সিটি সাবার্বান বাস সার্ভিসের পক্ষ থেকে সিএনজি চালিত এই বাস পরিষেবা চালু করা হল। গতকাল রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম এই বাস পরিষেবার সূচনা করেন।
প্রসঙ্গত, করোনা পরিস্থতির পর ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে লাভের অঙ্ক দেখতে না পাওয়ায় অনেক বেসরকারি বাস বন্ধ হয়ে গিয়েছে। ফলে অনেক রুটেই দিঘর্ক্ষণ দাঁড়িয়ে থেকেও বাস না মেলায় হয়রানি হতে হচ্ছে যাত্রীদের। সেই কথা মাথায় রেখেই শহরে আরও ২০০ টি বাস নামতে চলেছে রাজ্য সরকার। মন্ত্রী জানান, চলতি মাসেই ২০০টি ইলেক্ট্রিক বাস এসে পৌঁছবে। এর পাশাপাশি সিএনজির চার্জিং স্টেশন সরকারি ট্রাম ডিপো গুলিতে তৈরি করা হবে বলেও তিনি জানান। সিটি সাবার্বান বাস সার্ভিসের সম্পাদক টিটো সাহা বলেন, ‘সরকারি সাহায্য ছাড়া এই উদ্যোগ সম্ভব ছিল না।’