বাগদায় গৃহবধূকে গণধর্ষণকাণ্ডে এখনও আতঙ্কিত এলাকাবাসীরা। সেই ঘটনার পনেরো দিন কেটে যাওয়ার পর ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। গণধর্ষণে অভিযুক্ত জওয়ানদের সঙ্গে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করে। এরজন্য গতকাল অভিযুক্ত বিএসএফ এএসআই পি চেরো এবং কনস্টেবল আফতাব হোসেনকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ।
ধৃত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ঘটেছিল গত ২৫ অগস্ট। অভিযোগ, বাগদায় ভারত বাংলাদেশ সীমান্তের জিতপুরে পাঁচ বছরের শিশুর সামনে মাকে গণধর্ষণ করেছিল ওই দুই জওয়ান। বাংলাদেশের এক আত্মীয়ের অসুস্থতার কথা শুনে পরিবারের সদস্যদের সঙ্গে ওই গৃহবধূ সীমানা পারাপারের চেষ্টা করছিলেন। পরিবারের বাকি সদস্যরা বাংলাদেশে পালাতে সক্ষম হলেও ওই গৃহবধূ বাংলাদেশ পালিয়ে যেতে পারেনি। তখন বিএসএফ জওয়ানরা ওই গৃহবধূকে ধরে ফেলে এবং তার শিশুর সামনে গণধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সমালোচনায় সরব হয় তৃণমূল।